এখন পড়ছেন
হোম > জাতীয় > মুখ্যমন্ত্রীর সৌজন্যে পুনরায় খুলতে চলেছে ২০ বছর আগের খুনের মামলা

মুখ্যমন্ত্রীর সৌজন্যে পুনরায় খুলতে চলেছে ২০ বছর আগের খুনের মামলা


মুখ্যমন্ত্রীর সৌজন্যে পুনরায় খুলতে চলেছে ২০ বছর আগের খুনের মামলা। ১৯৯৯ সালে ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অফ ত্রিপুরার সমর্থকের হাতে খুন হন আরএসএস- এর চার কর্মী পশ্চিমবঙ্গ, অসম ও উত্তর পূর্বের জোনাল সেক্রেটারি শ্যামল সেনগুপ্ত, আগরতলার দায়িত্বপ্রাপ্ত সুধাময় দত্ত, দক্ষিণ অসমের দায়িত্বপ্রাপ্ত দীনেন্দ্রনাথ দে, প্রচারক শুভঙ্কর চৌধুরী।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এই ঘটনার পেছনে বিস্বাসঘাতকতার অভিযোগ ওঠায় ত্রিপুরা সরকার ফের নতুন করে ঘটনাটির তদন্তের সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। সম্প্রতি ত্রিপুরার মুখ্যমন্ত্রী এক সংবাদমাধ্যকে জানিয়েছেন, ইন্সপেক্টর কমলেন্দু ভৌমিক এই বিষয়টি বিশদে জানেন তাই তাঁর অধীনেই ঘটনাটি নিয়ে সিট গঠন করা হয়েছে। আরএসএসের দাবি এর আগে বহুবার এই খুনের অভিযোগে রাজ্যের কাছে তদন্তের দাবি জানায় তারা, কিন্তু বাম জামানায় এর কোনো নিস্পত্তি হয় নি। অন্যদিকে ১৯৯৩ সালে কংগ্রেস পঞ্চায়েত প্রধান আশিস চৌধুরী ছুরির আঘাতে মৃত্যু হলে কংগ্রেস অভিযোগের তীর সিপিএম এর দিকেই তোলে। এই ঘটনারও নতুন করে তদন্তের আর্জি জানায় কংগ্রেস।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!