এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > উত্তরবঙ্গে বিরাট ধাক্কা তৃণমূলে, দল ছাড়লেন মুখ্যমন্ত্রীর দীর্ঘদিনের ঘনিষ্ঠ হেভিওয়েট

উত্তরবঙ্গে বিরাট ধাক্কা তৃণমূলে, দল ছাড়লেন মুখ্যমন্ত্রীর দীর্ঘদিনের ঘনিষ্ঠ হেভিওয়েট


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নির্বাচন শুরু হওয়ার কয়েক মাস আগে থেকেই চলছে রাজ্যের শাসক দল তৃণমূলে ক্রমাগত ভাঙ্গনের পালা। নির্বাচন শুরু হবার পরেও, যা থেকে রেহাই মিলছে না তৃণমূলের। দলের একের পর এক হেভিওয়েট নেতা তৃণমূল ছেড়ে যোগ দিতে শুরু করেছেন প্রধান প্রতিপক্ষ বিজেপিতে। এই আবহে উত্তরবঙ্গে বড়সড় ধাক্কা তৃণমূলের। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন মুখ্যমন্ত্রীর একদা ঘনিষ্ঠ দোর্দণ্ডপ্রতাপ নেতা ভূষণ সিং।

গতকাল কোচবিহারে একাধিক জনসভায় যোগদান করেছিলেন শুভেন্দু অধিকারী। গতকাল দিনহাটার সংহতি ময়দানে জনসভায় যোগদান করেছিলেন তিনি। এই জনসভাতেই শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপিতে যোগদান করলেন কোচবিহারের পুর প্রশাসক ভূষণ সিং। বিজেপিতে যোগ দিয়েই পূর্ব দলের প্রতি একাধিক তোপ দাগলেন তিনি। তিনি অভিযোগ করেছেন, তৃণমূলে তাঁর দমবন্ধ হয়ে আসছিল। তাই তিনি যোগদান করেছেন বিজেপিতে।

সদ্য বিজেপি ভুক্ত হওয়া দোর্দণ্ডপ্রতাপ নেতা ভূষণ সিং জানালেন যে, কোচবিহার পুরসভার পুরপতি থাকাকালীন, তাঁর দলের নেতারাই তাঁকে কাজ করতে দিতেন না। বারবার তাঁর কাজে বাধা দিতেন। এই নিয়ে অনেক বার তিনি সরব হয়েছিলেন। কিন্তু কোন লাভ হয়নি। তিনি অভিযোগ করেছেন, তাঁকে ঠুঁটো জগন্নাথ হয়ে বসে থাকতে বাধ্য করা হয়েছিল। এরকম অবস্থা তিনি আর মেনে নিতে পারছিলেন না। এ কারণেই তিনি যোগদান করলেন বিজেপিতে। তিনি জানালেন, আগামী দিনে বিজেপির হয়ে মানুষের পাশে দাঁড়াতে চান তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, বেশ কিছুটা সময় ধরে দলের সঙ্গে তেমন একটা সম্পর্ক ছিল না কোচবিহারের পুর প্রশাসক ভূষণ সিংয়ের, বিজেপিতে যোগদানের জল্পনা চলছিল। গতকাল এই বৃত্ত সম্পূর্ণ হলো। তবে জেলা তৃণমূল শিবিরের দাবি, তাঁর বিজেপিতে যোগদানের ফলে তৃণমূলে কোনো প্রভাব পড়বে না। এ প্রসঙ্গে কোচবিহার জেলা তৃণমূলের কোর কমিটির সদস্য আবদুল জলিল আহমেদ জানালেন, তিনি সব দলই ঘুরে নিয়েছেন, এবার আর কোনো দল নেই তাঁর। কারও নীতি-আদর্শ না থাকলে, এভাবেই বারবার তিনি দলবদল করেন। তাঁর চলে যাওয়াতে তৃণমূলের কোন ক্ষতি হবেনা, বরং লাভই হবে।

আবার, গতকাল দিনহাটার জনসভা থেকে শুভেন্দু অধিকারী জানালেন যে, তৃণমূলের বেশকিছু পঞ্চায়েত সদস্য হুমকি দিয়েছেন, তৃণমূলকে ভোট না দিলে, ভোটের পর তাঁরা দেখে নেবেন। তৃণমূলের এই সমস্ত পঞ্চায়েত সদস্যদের উদ্দেশ্যে তিনি জানালেন যে, আগামী ২ রা মে ফল ঘোষণার পরে এই পঞ্চায়েত সদস্যদের বিডিও অফিসে গিয়ে বা এসডিও অফিসে গিয়ে পদত্যাগ করতে হবে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!