এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বাংলার নাম বদলে নাকেকান্না মমতার! ইতিহাস বদলের চেষ্টা, মোক্ষম জবাব বিজেপির!

বাংলার নাম বদলে নাকেকান্না মমতার! ইতিহাস বদলের চেষ্টা, মোক্ষম জবাব বিজেপির!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-এই রাজ্যের মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গকে আলাদা একটি দেশ ভাবেন। আর সেই দেশের তিনি প্রধানমন্ত্রী বলেই মনে করেন। তা না হলে বারবার ভারতবর্ষের মধ্যে থাকা একটি অঙ্গরাজ্য হিসেবে বাংলার সার্বভৌমত্ব কি করে নষ্ট হয়, সেটা খুব ভালো মুখ্যমন্ত্রীই বলতে পারবেন। বারবার এখানে গণতন্ত্র ধ্বংস করা হয়। ইতিহাস বদলে ফেলার চেষ্টা প্রতিমুহূর্তে করে এই রাজ্য সরকার। এবারেও পশ্চিমবঙ্গের নাম বদল করে বঙ্গ নাম করা নিয়ে কেন্দ্রীয় সরকারের প্রতি বিমাতৃসুলভ আচরণের অভিযোগ তুললেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী। কিন্তু এত নাম বদলের চেষ্টা কেন এই সরকারের? তারা নাকি যে কোনো বৈঠকে গেলে তাদের ডাক একদম শেষে পড়ে। তাই রাজ্যের নাম বদলের যুক্তি দিচ্ছে মুখ্যমন্ত্রী। কিন্তু পশ্চিমবঙ্গ নামের পেছনে যে বিস্তার ইতিহাস রয়েছে, যে যন্ত্রনা রয়েছে, যে ত্যাগ রয়েছে, তাকে মুছে ফেলা কি এত সহজেই সম্ভব? তাই মুখ্যমন্ত্রী যা কিছু বলতেই পারেন, কেন্দ্রের বিরুদ্ধে নাকেকান্না কাঁদতেই পারেন। কিন্তু তার এই পশ্চিমবঙ্গ নাম বদলে ফেলার চেষ্টা সফল হবে না বলেই দাবি করছে বিজেপি।

প্রসঙ্গত, এদিন নবান্নের সাংবাদিক বৈঠক থেকে পশ্চিমবঙ্গের নাম বদল করা হচ্ছে না কেন, তা নিয়ে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এই ব্যাপারে কেন্দ্রের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছেন। যেমন আর্থিক বঞ্চনা নিয়ে করেন, তেমনই আরও একটা নাটক এই রাজ্যের মুখ্যমন্ত্রী শুরু করে দিয়েছেন। কিন্তু পশ্চিমবঙ্গ নাম বদল করলে যে ইতিহাস মুছে যাবে এবং সেই চেষ্টা করতেই যে রাজ্যের এই উদ্যোগ, তা স্পষ্ট করে দিলেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। এদিন পাল্টা সাংবাদিক বৈঠকে তিনি এই পশ্চিমবঙ্গ নামের পক্ষেই নিজেদের অবস্থান জারি রেখেছেন। তার স্পষ্ট দাবি, যে ত্যাগ রয়েছে এই পশ্চিমবঙ্গ নামের পেছনে, যে যন্ত্রনা রয়েছে, যেভাবে মহিলাদের বাজারদরে বিক্রি করে দেওয়া হয়েছে, যে আন্দোলন হয়েছে, সেটাকে মুছে ফেলতেই এবং ইতিহাসকে নষ্ট করতেই এই নাম বদলের চেষ্টা হচ্ছে। আমরা কোনো মতেই এটা করতে দেব না। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে, এই রাজ্যের সরকার সবসময় ইতিহাসকে অস্বীকার করতে চায়। তেমনই পশ্চিমবঙ্গ নাম বদল করে অন্য একটা নাম দিয়ে ত্যাগের ইতিহাস, যন্ত্রণার ইতিহাসকে তারা ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে বলেই দাবি একাংশের।

ইতিমধ্যেই গোটা বিষয়ে কটাক্ষ করতে শুরু করেছে বিজেপিও। তাদের দাবি, কোনোমতেই পশ্চিমবঙ্গের নাম বদল করা যাবে না। কেন্দ্রীয় সরকার সবটাই জানে। তাই বাংলার এই গাজোয়ারি তারা মেনে নিচ্ছে না। বঙ্গ নাম দিয়ে মুখ্যমন্ত্রী সব ইতিহাস ভুলিয়ে দিতে চাইছেন রাজ্যের মানুষকে। যে কোনো সরকারি বৈঠকে গেলে তারা যে একেবারেই বলতে পারেন না, সেটা তো নয়। তাদেরকে তো বলতে দেওয়া হয়। তাই মিথ্যে কথা বলে নাটক করে রাজ্যের নাম বদলের চেষ্টা ফলপ্রসূ হবে না বলেই দাবি গেরুয়া শিবিরের।

পর্যবেক্ষকদের মতে, এই রাজ্যের মুখ্যমন্ত্রী ধরাকে সরা জ্ঞান করতে শুরু করেছে। এমন একটা ভাব দেখাচ্ছেন যেন তার কথা অনুযায়ীই সবকিছু চলবে। কিন্তু তার পশ্চিমবঙ্গকে তিনি যেভাবে নষ্ট করেছেন, দেশ সেভাবে ধ্বংস হবে না। কেন্দ্রীয় সরকারের মত একটি শক্তিশালী সরকার সেখানে রয়েছে। তাই পশ্চিমবঙ্গের নাম বদলের সমস্তটাই সেই কেন্দ্রীয় সরকারের কোর্টে। আর কেন্দ্র খুব ভালো করে জানে, ইতিহাসকে বদল করলে তার ফল খুব একটা ভালো হয় না। তাই বাংলার যে যন্ত্রনা রয়েছে, তাকে মান্যতা দিয়ে মুখ্যমন্ত্রীর এই বায়নাক্কা দাবি আর যাই হোক, কেন্দ্রীয় সরকার মেনে নেবে না। তার ফলে মুখ্যমন্ত্রী এই নাকেকান্নাই কেঁদে যাবেন। কিন্তু পশ্চিমবঙ্গের নাম বদল হবে না। শমীক ভট্টাচার্যের বক্তব্যের পর তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!