এখন পড়ছেন
হোম > রাজ্য > ফের প্রকাশ্যে তৃণমূল ছাত্র পরিষদের গোষ্ঠীদ্বন্দ্ব,অস্বস্তিতে শাসকদল

ফের প্রকাশ্যে তৃণমূল ছাত্র পরিষদের গোষ্ঠীদ্বন্দ্ব,অস্বস্তিতে শাসকদল


ফের প্রকাশ্যে তৃণমূল ছাত্র পরিষদের গোষ্ঠীদ্বন্দ্ব যা নিয়ে স্বাভাবিকভাবেই ,অস্বস্তিতে শাসকদল। মঙ্গলবার সকালে অশোকনগরের নেতাজি শতবার্ষিকী কলেজে বহিরাগত ঢোকা নিয়ে দু’পক্ষের মধ্যে ঝামেলা বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠি চালাতে হয়।পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদের জন্য তিন বহিরাগত-সহ চারজনকে আটক করা হয়েছে। কলেজের সামনে পুলিশ পিকেট বসানো হয়েছে। একটি গেট বন্ধ করে দেওয়া হয়েছে।পড়ুয়াদের অভিযোগ, মাঝে মধ্যেই কলেজে এমন ঝামেলা হয়। এতে তাদের পড়াশোনার ক্ষতি হচ্ছে। অনেক পড়ুয়ায় মারপিট এবং ক্লাস হবার বন্ধ ভয়ে থাকে।পড়ুয়াদের অভিযোগ কখনও কলেজ চত্বরে সাইকেল রাখাকে কেন্দ্র করে, কখনও ছাত্র সংসদের দখল নিয়ে বা নানা ছোটখাট বিষয়কে ঘিরে দু’দলের ছাত্রদের মধ্যে ঝামেলা ও মারপিট লেগেই থাকে। এই সুযোগে বহিরাগতদেরও অবাধ গতিবিধি চলছে। বহিরাগতদের নিয়ে এসে যে যার ক্ষমতা দেখাচ্ছে ।সাধারণ পড়ুয়ারা এই নিয়ে ক্ষুব্ধ। তারা জানিয়েছে,পুলিশ এখনো পর্যন্ত নানা প্রতিশ্রুতি দিলেও কোনো সুরাহা পাওয়া যায়নি । কিছু দিন চুপ থাকার পরে ফের কলেজ অশান্ত হয়ে ওঠে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!