এখন পড়ছেন
হোম > জাতীয় > দ্বিতীয় দফায় আশাব্যঞ্জক ফলের ব্যাপারে আশাবাদী বক্তব্য বিজেপির কেন্দ্রীয় নেতার

দ্বিতীয় দফায় আশাব্যঞ্জক ফলের ব্যাপারে আশাবাদী বক্তব্য বিজেপির কেন্দ্রীয় নেতার


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতকাল ছিল দ্বিতীয় দফার নির্বাচন। নির্বাচন কমিশনের পরিসংখ্যান অনুযায়ী এই নির্বাচনে ৮০ শতাংশ ভোট পড়েছে। কিছু স্থানে বিক্ষিপ্ত ঘটনা নজরে এলেও নির্বাচন মোটের উপরে শান্তিপূর্ণই বলা চলে। এবার দ্বিতীয় দফার নির্বাচনে বিজেপি’র জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বক্তব্য রাখলেন কেন্দ্রীয় বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। এ প্রসঙ্গে, তিনি জানান যে,গত পাঁচ দশকে পশ্চিমবঙ্গে এরকম শান্তিপূর্ণ নির্বাচন কখনো হয়নি। ৯০% বুথে ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন মানুষেরা। কিছু জায়গায় অশান্তি হয়েছে, কিন্তু আগের মত দুষ্কৃতীরা বুথ দখল করতে পারেনি।

বিজেপির রাষ্ট্রীয় মহাসচিব কৈলাস বিজয়বর্গীয় জানিয়েছেন যে, কেন্দ্রীয় বাহিনী ও নির্বাচন কমিশন গণতন্ত্র বজায় রাখার ক্ষেত্রে বিশেষ অবদান রেখেছেন, তাই তাদের ধন্যবাদ জানাচ্ছেন তাঁরা। এরপরই তিনি জানিয়েছেন যে, এই দফায় ৩০ টি আসনের মধ্যে ৩০ টি তেই জয়লাভ করবে বিজেপি। অন্যদিকে গতকাল বিজেপির বিরুদ্ধে বুথ দখল, ছাপ্পা ভোট , বাইরে থেকে গুন্ডা এনে অশান্তি করাবার অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েনও এ ধরণের অভিযোগ করেছিলেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এ প্রসঙ্গে কৈলাস বিজয়বর্গীয় জানালেন যে, তৃণমূলের এই ধরনের মন্তব্যই হলো, হার মেনে নেওয়ার লক্ষণ। তিনি জানালেন, তৃণমূল বুঝে গেছে যে, তাদের সঙ্গে মানুষ আর নেই। রাজ্যে এখন মমতা বন্দ্যোপাধ্যায় বনাম সাধারন মানুষের নির্বাচন হচ্ছে। নিজের বিধানসভা কেন্দ্রেই মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে মানুষ জয় শ্রীরাম স্লোগান দিয়েছিলেন। তিনি জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে একটি বিশেষ শ্রেণীর মানুষ ছাড়া আর কেউই নেই।

অন্যদিকে, গতকালউলুবেড়িয়ার সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, নন্দীগ্রাম ইঙ্গিত দিচ্ছে হারের। শেষ দফার মনোনয়নপত্র দাখিল করা এখনো বাকি আছে। অন্য কোন আসন থেকে মনোনয়নপত্র দাখিল করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়, এমন একটা জল্পনা রয়েছে। মুখ্যমন্ত্রীকে তিনি প্রশ্ন করেছিলেন, তিনিই স্পষ্ট করুন, এই জল্পনা সত্যি কিনা?

এরপর তৃণমূলের পক্ষ থেকে এক টুইট করে প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করা হয়েছে। জানানো হয়েছে, আগামী ২০২৪ সালের লোকসভা নির্বাচনের জন্য একটা নিরাপদ আসন বেছে নিন তিনি। কারণ এই নির্বাচনে বারাণসী কেন্দ্র থেকে তাঁকে চ্যালেঞ্জ জানাবে তৃণমূল।

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!