এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > নিজের বাড়িতেই রামের পুজো করায় বিজেপি নেতাকে সঙ্গীসাথী নিয়ে ঘরে ঢুকে পেটালেন তৃণমূল নেতার ছেলে

নিজের বাড়িতেই রামের পুজো করায় বিজেপি নেতাকে সঙ্গীসাথী নিয়ে ঘরে ঢুকে পেটালেন তৃণমূল নেতার ছেলে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত ৫ ই আগস্ট অযোধ্যার রাম মন্দিরের ভূমিপূজনের আবহে মুখ্যমন্ত্রী ‘বৈচিত্রের মধ্যে ঐক্যের’ বার্তা তুলে ধরে রাজ্যবাসীকে ধর্মীয় বিভেদ ভুলে দিয়েছিলেন ঐক্য ও সম্প্রীতির বার্তা। কিন্তু রাজ্যের শাসকদলের একনেতার পুত্রই এদিন মুখ্যমন্ত্রীর বার্তার ঠিক উল্টো কাজ করলেন। অভিযোগ উঠেছে, রাম মন্দিরের ভূমি পূজনের দিনে নিজের বাড়িতে রাম পূজার আয়োজন করায় জনৈক বিজেপি নেতাকে হেনস্থা করলেন স্থানীয় তৃণমূল নেতার দাপুটে ছেলে।

সংবাদসূত্রে জানা গেছে, রাম মন্দিরের ভূমিপূজনের দিনে রাজ্য সরকারের ঘোষিত লকডাউন মেনে বাড়ির বাইরে না গিয়ে নিজের বাড়িতেই ভগবান রামের পুজোর আয়োজন করেছিলেন ২৪ পরগনা জেলার অশোকনগর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের অধিবাসী জনৈক বিজেপি নেতা বলাই বোস। অভিযোগ উঠেছে, বিজেপি নেতার বাড়িতে রামপুজোর ব্যবস্থা হচ্ছে দেখে হঠাৎ সেখানে নিজের সাঙ্গপাঙ্গদের নিয়ে চড়াও হন স্থানীয় তৃণমূল নেতার দাপুটে ছেলে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রথমে তারা বলাই বাবুর বাড়ির সামনের বিজেপির পতাকা ছিড়ে দেয়। তারপর আচমকাই বলাই বাবুর বাড়িতে চলে আসে । রামের পুজো লণ্ডভণ্ড করার পাশাপাশি বাড়ির চেয়ার-টেবিল সহ বেশ কিছু জিনিস ভেঙে ফেলে। শুধু তাই নয় সেইসঙ্গে, বলাই বাবুর উপরে চালায় অকথ্য নির্যাতন। মারধরের চোটে অসুস্থ হয়ে পড়েন বলাইবাবু।

বলাই বাবুর উপরে ঘটে যাওয়া এই অকথ্য অত্যাচারের জন্য সরাসরি রাজ্যের শাসকদলকে অভিযক্ত করে স্থানীয় অশোকনগর থানায় অভিযোগ করেন বলাই বাবুর পুত্র সুব্রত বসু। বলাই বাবুর উপরে ঘটে যাওয়া এই নির্যাতনের প্রতিবাদে গত শুক্রবার একটি প্রতিবাদী মিছিলের আয়োজন করেছিল স্থানীয় বিজেপি নেতা-কর্মীরা।

অন্যদিকে, শাসকদলের সদস্যদের দিকে ওঠা এই অভিযোগ প্রসঙ্গে অশোকনগর বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক ধীমান রায় বলেছেন, ” আমি ঘটনার বিষয়ে বিস্তারিত জানি না। এই ধরনের আচরণ আমাদের দল কখনই মেনে নেবে না। তাই এই ঘটনা সত্য প্রমাণিত হলে, তাঁদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে”।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!