এখন পড়ছেন
হোম > রাজ্য > নতুন বিতর্কের ‘অশান্তিতে’ বিশ্ববাংলা

নতুন বিতর্কের ‘অশান্তিতে’ বিশ্ববাংলা


‘বিশ্ব বাংলা’কে নিয়ে বিতর্ক যেন পিছু ছাড়ছেনা। মুকুল রায় অভিযোগের পর ‘বিশ্ব বাংলা’ নিয়ে বাংলার রাজনীতি সরগরম। নানা আলাপ আলোচনা চলছেই। এর মধ্যেই আবার নতুন করে বিতর্ক শুরু হলো ‘বিশ্ব বাংলা’কে নিয়ে। এদিন নিউটাউনের নারকেলবাগান মোড়ে কলকাতা গেটের মাঝ বরাবর ‘বিশ্ব বাংলা’ গ্লোব লাগানোর কাজ চলছিল প্রায় ৫৫ ফুট উচ্চতায়।সেখানেই ক্রেনের শিকল ছিঁড়ে ২০ টন ওজনের গ্লোব নীচে পড়ে যায়। ১০-১২ জন শ্রমিক সেই সময় গেটের নীচে ছিলেন। অল্পের জন্য রক্ষা পান কর্মরত শ্রমিকেরা। ‘বিশ্ব বাংলা’ নামাঙ্কিত গ্লোবটি মাটিতে পরে যায়। এরফলে ‘বিশ্ব বাংলা’ গ্লোবটি লোহার কাঠামোর উপরে প্লাইউড দিয়ে তৈরি গ্লোবটির বেশ ক্ষতি হয়েছে। প্লাইউডের অনেক জায়গায় ফাটল ধরেছে। ‘বিশ্ব বাংলা’ লেখা জায়গাটিও তুবড়ে গিয়েছে।যদিও এদিন কলকাতা গেটের নীচ দিয়ে যান চলাচল একেবারে বন্ধ রাখা হয়েছিল। স্থানীয় বাসিন্দারা এতে অসন্তোষ প্রকাশ করেছেন, তাঁদের মনে করছেন যে বরাত পাওয়া কোম্পানির আরো সতর্ক হওয়া উচিত ছিল । তাঁদের অভিযোগ এই নিয়ে তৃতীয়বার ওই গ্লোব খুলে পড়ল। তাঁরা আতঙ্কিত যে এর পরেও বার একই ঘটনা ঘটে পারে আর দুর্ঘটনা ঘটতে পারে। যদিও হিডকো চেয়ারম্যান দেবাশিস সেন বলেন, যান্ত্রিক ত্রুটির জন্য ক্রেন থেকে গ্লোব খুলে গিয়েছিল। ভবিষ্যতে যাতে আর এ রকম না হয়, সেজন্য ব্যবস্থা নেওয়া হবে। কারিগরী বিশেষজ্ঞদের বিষয়টি দেখতে বলেছি। তাই বিশ্ব বাংলা নিয়ে চিন্তিত সবাই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!