এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > অমর্ত্য সেনের জমি বিতর্কে নিয়ে বক্তব্য রাখলেন হেভিওয়েট বিজেপি নেতা

অমর্ত্য সেনের জমি বিতর্কে নিয়ে বক্তব্য রাখলেন হেভিওয়েট বিজেপি নেতা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – জমি বিতর্কে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ সম্পর্কে গত বৃহস্পতিবার তিনি জানিয়েছেন যে, কেউ কি মনে করেন যে অমর্ত্য সেনের এমন কোন দিন আসবে, যে তাঁকে শান্তিনিকেতনের জমি দখল করার প্রয়োজন হবে? তিনি জানিয়েছেন যে, অমর্ত্য সেন আদর্শগতভাবে বিজেপির বিরুদ্ধে কথা বলেন বলে, তাঁর বিরুদ্ধে যা ইচ্ছে তাই করা হবে, তা রাজ্যের মানুষ কখনোই সহ্য করবেন না। বাংলার হয়ে এ জন্য ক্ষমা চেয়েছেন তিনি তাঁর কাছে। অমর্ত্য সেনের মতো মানুষকে সম্মান দেয়া হয় নি বলে তিনি দুঃখ প্রকাশ করেছিলেন।

এরপর গতকাল শুক্রবার নোবেলজয়ী অর্থনীতিবিদকে একটি চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে চিঠিতে তিনি লিখেছিলেন যে, কিছু অনুপ্রবেশকারী অমর্ত্য সেনের পারিবারিক সম্পত্তি নিয়ে ভিত্তিহীন অভিযোগ তুলেছে। এর ফলে তিনি ব্যথিত হয়েছেন। তিনি জানিয়েছেন যে, দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের গোঁড়ামির বিরুদ্ধে লড়াইয়ে অমর্ত্য সেনের পাশে আছেন তিনি। অসহিষ্ণুতার বিরুদ্ধে লড়াইতে তিনি মুখ্যমন্ত্রীকে নিজের বোন ও বন্ধু হিসেবে মনে করবেন।

এরপর সংবাদমাধ্যমে অর্থনীতিবিদ অমর্ত্য সেন জানিয়েছেন যে, শান্তিনিকেতনে তৈরি হওয়া তাঁর বাড়ি যার নাম ‘প্রতীচী’ তা ৮০ বছর আগে তৈরি হয়েছিল। তাঁর পিতা জমি কিনে এই বাড়ি তৈরি করেছিলেন। কিন্তু তার বাড়ির জমির একটি অংশ বিশ্বভারতীর বলে দাবি করছেন কেউ কেউ। এতদিন পরে কেন তার বাড়ি নিয়ে বিতর্ক উঠলো? প্রশ্ন করেছেন তিনি। তিনি জানিয়েছে যে, উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী কেন্দ্রীয় সরকারের রাজনীতিতে মদত দিচ্ছেন। এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন যে, এই ছোটলোকামি কোনভাবেই আর লুকিয়ে রাখা যাচ্ছে না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এবার নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের বাড়ি বিতর্ক নিয়ে বক্তব্য রাখলেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। এ প্রসঙ্গে তিনি জানালেন যে, নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন বাংলার একজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। কিন্তু তাঁর বাড়ি বিতর্কের বিষয়টি বিশ্বভারতী ও অর্থনীতিবিদের প্রশাসনিক ব্যাপার। এ বিষয়কে পাবলিক ডোমেনে নিয়ে আসা অপ্রয়োজনীয় বলে মন্তব্য করেন তিনি। এ বিষয়ে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ ও বিভিন্ন স্থানে তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়াকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করলেন তিনি।

অন্যদিকে অর্থনীতিবীদ অমর্ত্য সেনকে সরাসরি কটাক্ষ করে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন যে, অমর্ত্য সেনের কাছ থেকে তাঁরা কিছু আশা করেন না। তবে, তিনি যেন একটি গোষ্ঠীর মুখপাত্র না হন। কোন বিশেষ দলের কথা বলা একেবারেই অনুচিত। তাহলে তাঁরা মনে করবেন, ভুল মানুষকে পুরস্কার দেয়া হয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!