এখন পড়ছেন
হোম > জাতীয় > পেট্রোল- ডিজেলের মতো এবার থেকে রান্নার গ্যাসের দাম কি বদলে যাবে প্রতি সপ্তাহে? জানুন বিস্তারিত

পেট্রোল- ডিজেলের মতো এবার থেকে রান্নার গ্যাসের দাম কি বদলে যাবে প্রতি সপ্তাহে? জানুন বিস্তারিত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – পেট্রোল-ডিজেলের দাম ওঠানামা করে প্রতিদিন। আন্তর্জাতিক বাজারে তেলের দাম ও ফরেন এক্সচেঞ্জ রেটের উপরে নির্ভর করে পেট্রোল-ডিজেলের দামের ওঠানামা চলে। আগামী মাস থেকে রান্নার গ্যাসের ক্ষেত্রেও এমনটি ঘটতে পারে বলে জানা যাচ্ছে। তবে, এক্ষেত্রে প্রতিদিন নয়, প্রতি সপ্তাহে বদলে যেতে পারে রান্নার গ্যাসের দাম। আন্তর্জাতিক বাজারে তেলের দাম ও ফরেন এক্সচেঞ্জ রেটের নিরিখে প্রতিসপ্তাহে ঘটবে এই বদল। এমনটাই শোনা যাচ্ছে।

প্রসঙ্গত, চলতি মাসে দুবার বেড়েছিল এলপিজি গ্যাসের দাম। প্রথমবার বেড়েছিল ১ লা ডিসেম্বর, দ্বিতীয়বার দাম বেড়েছে ১৫ ই ডিসেম্বর। এলপিজি সিলিন্ডারের দাম এই মাসে প্রায় ১০০ টাকা বেড়ে গেছে। যার ফলে সমস্যায় পড়তে হয়েছে অনেককেই। এ কারণে সিদ্ধান্ত নেয়া হয়েছে যে, এখন থেকে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম প্রতি সপ্তাহে বাড়ানো বা কমানো হবে। প্রতি সপ্তাহে একটু- একটু করে যদি দাম বাড়ে, তবে দাম বৃদ্ধির চাপে সাধারন মানুষকে একবারে বেশি নাকাল হতে হবে না বলে, মনে করছেন অনেকে। তবে সরকারের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো নির্দেশিকা আসেনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বছরে ১২ টি এলপিজি সিলিন্ডারে ভর্তুকি দেয়া হয়। বর্তমানে দিল্লিতে ১৪.২ কিলো ভর্তুকিহীন এলপিজি সিলিন্ডারের দাম হলো ৬৯৪ টাকা, মুম্বাইতেও এর দাম ৬৯৪ টাকা, কলকাতায় এর দাম ৭২০ টাকা ৫০ পয়সা, চেন্নাইতে যা ৭১০ টাকা। সম্প্রতি এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে প্রায় ১০০ টাকা। অন্যদিকে ৫ কিলোগ্রাম এলপিজি সিলিন্ডারের দাম ১৮ টাকা বৃদ্ধি পেয়েছে। ১৯ কিলোগ্রাম কমার্শিয়াল এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ৩৬ টাকা ৫০ পয়সা বৃদ্ধি পেয়েছে। প্রসঙ্গত পেট্রোল-ডিজেলের দাম প্রতিদিন সকাল ৬ টার সময় বদলে যায়। এবার থেকে এই একই পদ্ধতি মেনে প্রতি সপ্তাহে বদলাতে পারে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!