এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > big breaking সংবর্ধনা নিতে গিয়ে বিজেপি অফিসে হামলার মুখে হেভিওয়েট সাংসদ!

big breaking সংবর্ধনা নিতে গিয়ে বিজেপি অফিসে হামলার মুখে হেভিওয়েট সাংসদ!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –সম্প্রতি মেদিনীপুরে অমিত শাহের হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছেন শুভেন্দু অধিকারী। আর শুভেন্দু অধিকারীর সাথেই বিজেপিতে যোগ দিয়েছেন একাধিক তৃণমূল বিধায়ক এবং তৃণমূল সাংসদ সুনীল মণ্ডল। নিয়ম অনুযায়ী আজ বিজেপির নির্বাচনী কার্যালয় হেস্টিংসে সেই শুভেন্দু অধিকারী এবং তৃণমূল থেকে যারা বিজেপিতে যোগ দিয়েছেন, তাদের সকলকে সংবর্ধনা দেওয়ার কথা। সেই মত করেই সদ্য তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া সাংসদ সুনীল মণ্ডল সকাল সাড়ে দশটার সময় বিজেপির নির্বাচনী কার্যালয়ে পৌঁছন।

কিন্তু তিনি সেখানে আসতেই তার গাড়ি ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় তৃণমূল কর্মীরা। অভিযোগ, তৃণমূলের ঝান্ডা নিয়ে শাসক দলের কর্মীরা সুনীল মন্ডলের গাড়িতে আঘাত করে। পরবর্তীতে কোনোরকমে তাকে সেখান থেকে উদ্ধার করে অফিসের ভেতরে নিয়ে যান বিজেপি নেতা কর্মীরা। স্বাভাবিকভাবেই এই ঘটনায় এখন ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে রাজ্য রাজনীতিতে। বিজেপির পক্ষ থেকে বারেবারে অভিযোগ করা হয়, তৃণমূল ছেড়ে যারা বিজেপিতে যোগ দিচ্ছেন, তাদের ওপর আক্রমণ করছে শাসক দলের কর্মীরা। আর এবার বিজেপিতে যোগ দেওয়ার পর প্রথম দলের নির্বাচনী কার্যালয়ে উপস্থিত হতে না হতেই তৃণমূলের বাধার মুখে পড়তে হল সুনীল মণ্ডলকে।

জানা যায়, বিজেপির হেস্টিংস পার্টি অফিসের সামনে তৃণমূলের পক্ষ থেকে এদিন অস্থায়ী মঞ্চ করে কৃষি আইনের প্রতিবাদে পথসভা চলছিল। আর তার মাঝেই সুনীল মণ্ডল সংবর্ধনা নিতে দলের নির্বাচনী কার্যালয়ে উপস্থিত হতেই তার উপর হামলার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। যার ফলে এখন শাসকদলকে কড়া ভাষায় আক্রমণ করতে শুরু করেছে ভারতীয় জনতা পার্টি।

এদিন এই প্রসঙ্গে বিজেপি সাংসদ অর্জুন সিংহ বলেন, “ন্যাক্কারজনক ঘটনা। এর থেকে বড় নোংরামি আর হয় না। কোনো রাজনৈতিক দলের কার্যালয়ের সামনে এসব কি করে হয়! পুলিশ দলদাস হয়ে বসে আছে। মানুষের সময় খারাপ হলে বিবেক নষ্ট হয়ে যায়। এরপর মুখ্যমন্ত্রী কালীঘাটের বাড়িতে ঢুকতে পারবেন তো!”

তবে বিজেপির পক্ষ থেকে সাংসদ সুনীল মন্ডলের ওপর হামলার অভিযোগে তৃণমূলকে দায়ী করা হলেও, তা সম্পূর্ণরূপে অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। তাদের দাবি, সুনীল মন্ডলের ওপর কোনো হামলা করা হয়নি। তবে নতুন দলে যোগ দেওয়ার পর প্রথম বিজেপির নির্বাচনী কার্যালয়ে সংবর্ধনা নিতে আসার সাথে সাথেই যেভাবে প্রাক্তন দলের দ্বারা হামলার শিকার হলেন হেভিওয়েট সাংসদ, তাতে উত্তেজনা ক্রমশ বাড়তে শুরু করেছে।

বিশেষজ্ঞরা বলছেন, বিজেপিতে যোগ দেওয়ার সাথে সাথেই শুভেন্দু অধিকারী নিজের প্রাক্তন দলের বিরুদ্ধে হুংকার ছেড়েছেন। তার সঙ্গে যে সমস্ত জনপ্রতিনিধি গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন, তারা যে সকলেই তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে দিতে পারে ধীরে ধীরে ময়দানে নেমে নিজের কাজ শুরু করে দেবেন, তা বলাই যায়।

আর এই সমস্ত নেতাকর্মীরা যত বেশি বিজেপির হয়ে ময়দানে নামবে, ততই অস্বস্তি বাড়বে শাসকদলের। তাই এই পরিস্থিতিতে বিজেপির পক্ষ থেকে স্বাভাবিক নিয়মেই শুভেন্দু অধিকারী সহ তার সাথে যারা বিজেপিতে যোগ দিয়েছিলেন, তাদের সকলকে আজ সংবর্ধনা দেওয়ার কথা ছিল। আর সেই সংবর্ধনা নিতে আসার মাঝে সুনীল মণ্ডলকে তৃণমূলের পক্ষ থেকে আক্রমণ করার অভিযোগ উঠল। যার ফলে শাসকদলের বিরুদ্ধে ব্যাপকভাবে সোচ্চার হতে দেখা যাচ্ছে ভারতীয় জনতা পার্টিকে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!