এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > আবার জয় ব্যানার্জীর হাত ধরে শাসকদলে ভাঙন ধরালো বিজেপি

আবার জয় ব্যানার্জীর হাত ধরে শাসকদলে ভাঙন ধরালো বিজেপি


রাজ্য বিজেপির তো রাজ্য-রাজনীতিতে অন্যতম ‘মুখ’ হয়ে উঠছেন ক্রমশ বিজেপির রাজ্য নেতা জয় বন্দ্যোপাধ্যায়। জয় ব্যানার্জী বিজেপির হয়ে সভা করতে রাজ্যের একপ্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেড়াচ্ছেন এবং প্রতি সভাতেই তাঁর হাত ধরে বিরোধীদলের কর্মী সমর্থকরা বিজেপিতে যোগদান করছেন এ যেন রুটিন হয়ে গেছে। আর তাই তাঁকে ‘আটকাতে’ এবার শাসকদলের তরফে আসরে নামানো হয়েছে তাঁর কাউন্সিলর স্ত্রী অনন্যা বন্দ্যোপাধ্যায়কে। মন্ত্রী অরূপ বিশ্বাস ও স্বপন দেবনাথ ঘোষণা করেন, এবার থেকে রাজ্যের যেখানেই বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায় সভা করবেন তার পাল্টা হিসাবে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অনন্যা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে সভা করানো হবে। অনন্যাদেবীও নিজের দলকে হতাশ করেননি, প্রকাশ্য জনসভা থেকে তিনি নিজের স্বামীকেই ‘রাজনীতিতে হতাশ’, ‘ঘরশত্রু বিভীষণ’ বলে বিভিন্ন বিশেষনে বিভূষিত করেন।
বিজেপির এক দলীয় জনসভায় যোগ দিয়ে সেদিনের নিজের স্ত্রীর করা একের পর এক মন্তব্যের কড়া জবাব দিলেন বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া তৃণমলের বাকি নেতা-নেত্রীরা ‘ল্যাম্পপোস্ট’, আমার সাথে রাজনৈতিক মোকাবিলা না করতে পারার জন্য আমার পরিবারের লোকজনকে ধরে টানাটানি করছে এখন তৃণমূল। আমরা বিজেপির হাত ধরেই নতুন বাংলা গড়ব। কোনো হতাশতার ফলে বিজেপিতে যোগদান করিনি, এখানে এসেছি আদর্শের জন্য। আর তাই বিজেপি ছেড়ে কখনো কোথাও যাওয়ার কোনো প্রশ্নই নেই। এদিনের সভায় অন্যান্য সাভার মতোই তাঁর হাত ধরে শতাধিক কর্মী তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!