এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > এখনই মিলছে না স্বস্তি! বর্ষায় ভারতে ভয়াবহরূপে দেখা দিতে পারে করোনা! বাড়ছে জল্পনা

এখনই মিলছে না স্বস্তি! বর্ষায় ভারতে ভয়াবহরূপে দেখা দিতে পারে করোনা! বাড়ছে জল্পনা


বিশ্বের অন্যান্য দেশে করোনা আক্রান্তের সংখ্যা যখন হু হু করে বাড়ছিল, তখন আগেভাগেই পদক্ষেপ নিয়েছিল ভারতবর্ষ। ভয়াবহ এই ভাইরাসের গুরুত্ব অনুধাবন করে প্রথমে 21 দিনের লকডাউন এবং তারপর 19 দিনের লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। আর এই লকডাউন এবং সামাজিক দূরত্বের ফলে ভারতে করোনা পরিস্থিতি কিছুটা হলেও আয়ত্তে এসে বলে মনে করা হচ্ছে। বর্তমানে যে 19 দিনের লকডাউন চলছে, তা আগামী 3 মে শেষ হবে।

কিন্তু তার আগে মানুষের অসুবিধের কথা ভেবে বেশকিছু দোকানপাট খোলার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। তবে বারবার করে বলা হচ্ছে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। কিন্তু মানুষ লকডাউন চলার সময় অনেক ক্ষেত্রে বাইরে বেরিয়েছেন। ফলে সরকারের পক্ষ থেকে এবার সেই লকডাউন হালকা করে দেওয়ায় মানুষের মনে আশা তৈরি হচ্ছে যে, হয়ত করোনা ভাইরাস ভারত থেকে বিদায় নিচ্ছে। আর তাই এই লকডাউন তুলে দেওয়া হল।

কিন্তু জনসাধারণ একথা ভেবে যদি সামাজিক দূরত্বকে লঙ্ঘিত করে, তাহলে করোনা ভাইরাস আবার ভারতে ফিরে আসতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন বিজ্ঞানীরা। অনেকেরই আশঙ্কা, এই বিধি-নিষেধ উঠে যাওয়ায় অনেকেই এটাকে সহজলভ্য ভাবে নেবেন। যার ফলে সামাজিক দূরত্ব কেউ পালন করবেন না। আর এই সামাজিক দূরত্ব পালন না করার ফলে আগামী বর্ষার সময় আবার ভারতের করোনা ভাইরাস ভয়াবহ আকার ধারণ করবে বলে মনে করছেন একাংশ।

এদিন এই প্রসঙ্গে শিব নাদার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সমিত ভট্টাচার্য বলেন, “এখন করোনা সংক্রমণ দমিয়ে দেওয়া যাবে। কিন্তু এরপরে তা আবার ফিরে আসতে পারে বর্ষাকালে। তবে সবটাই নির্ভর করছে লকডাউন উঠে যাওয়ার পরে দেশে সামাজিক দূরত্ব রক্ষার নিয়ম কতটা পালন হবে, তার ওপর।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একইভাবে এই প্রসঙ্গে বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের অধ্যাপক রাজেশ সুদর্শন বলেন, “একবার মানুষ স্বাভাবিক জীবনে ফিরে এলেই নতুন করে সংক্রমণের আশঙ্কা রয়েছে। চীনে নিয়ম-কানুন শিথিল হওয়ার পর নতুন করে সংক্রমনের খোঁজ পাওয়া যায়। তবে ভারতের জন্য একটা স্বস্তির বিষয়, করোনা মহামারী যতটা বিপদ ঘটাতে পারে বলে আশঙ্কা করা হয়েছিল, ততটা করতে পারিনি। লকডাউনের ফলে অনেকটাই আটকানো গেছে।”

বস্তুত, এখনও পর্যন্ত করোনা ভাইরাসে ভারতবর্ষে আক্রান্তের সংখ্যা 25 হাজার। অর্থাৎ প্রথমদিকে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা যেভাবে ভারতবর্ষে বৃদ্ধি পাচ্ছিল, এখন তা অনেকটাই আয়ত্তে এনেছে দেশ। যার প্রধান কারণ দেশ লকডাউন করে দেওয়া। কিন্তু সেই লকডাউন এখন উঠতে শুরু করায় মানুষের মধ্যে সচেতনতা যদি না থাকে, তাহলে আবার করোনা ভাইরাসের প্রকোপে পড়তে হতে পারে গোটা দেশকে বলে আশঙ্কা করছেন সকলে।

ফলে লকডাউন উঠে গেলেও মানুষকে যে সচেতন থাকতে হবে এবং সামাজিক দূরত্ব যে পালন করতে হবে, তার আবেদন জানাচ্ছেন বিশেষজ্ঞরা। তবে মানুষ তা কতটা পালন করেন এবং করোনা ভাইরাসকে চিরতরে ভারত থেকে বিদায় দেওয়া যায় কিনা, এখন তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!