এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > উত্তরবঙ্গের করোনা মোকাবিলা ব্যবস্থা যথাযথ নয়? ক্রমশ অসন্তোষ বাড়ছে কেন্দ্রীয় প্রতিনিধিদের?

উত্তরবঙ্গের করোনা মোকাবিলা ব্যবস্থা যথাযথ নয়? ক্রমশ অসন্তোষ বাড়ছে কেন্দ্রীয় প্রতিনিধিদের?

রাজ্যে কেন্দ্রীয় প্রতিনিধি দল আসার পরেই যেন করোনা ইস্যুতে অস্বস্তি বাড়ছে রাজ্য সরকারের। ইতিমধ্যেই কেন্দ্রের তরফ থেকে এই প্রতিনিধিদল পাঠিয়ে রাজ্যের কোন কোন জায়গা করোনা ভয়াবহতায় চরম পর্যায়ে পৌঁছে গেছে, সেই জায়গাগুলো পরিদর্শন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই বাঙ্গুর হাসপাতাল নিয়ে নিজেদের অসন্তোষের রিপোর্ট রাজ্যকে দিয়েছে কেন্দ্রের এই টিম। আর এবার শিলিগুড়ির করোনা পরিস্থিতি পরিদর্শন করতে এসে রীতিমত উস্মা প্রকাশ করেছেন সেই প্রতিনিধিদল।

সূত্রের খবর, শুক্রবার শিলিগুড়ি করোনা পরিস্থিতি পরিদর্শন করেন তারা। যেখানে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল, কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম, মেলা প্রাঙ্গণ, নয়াবাজার এবং রেগুলেটেড মার্কেট পরিদর্শন করা হয়। বাজারে গিয়ে দীর্ঘক্ষন শ্রমিক এবং মালিকদের সঙ্গে কথা বলেন এই প্রতিনিধিদল। আর এরপরই তারা জানিয়ে দেন যে, এখানে লকডাউন একেবারেই মানা হচ্ছে না।

জানা গেছে, এদিন রাজ্য সরকারের তরফে এই প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন শিলিগুড়ি মহকুমা শাসক দপ্তরের ডেপুটি ম্যাজিস্ট্রেট শচীন ভগৎ। তবে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা পরিদর্শনের পর যেভাবে কেন্দ্রের এই প্রতিনিধিদল উষ্মা প্রকাশ করলেন, এখন তা নিয়ে তৈরি হয়েছে শোরগোল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বস্তুত, এদিন সকালে প্রথমে কেন্দ্রীয় প্রতিনিধি দলের জলপাইগুড়ি জেলা পরিদর্শনে যাওয়ার কথা ছিল। কিন্তু তারা শেষ পর্যন্ত সেখানে যাননি। বিকেলে রানিডাঙ্গা সশস্ত্র সীমা বলের সমূহ কার্যালয়ের মূল গেটের পরিবর্তে পিছনের গেট দিয়ে তা পরিদর্শন করতে যান তারা। উত্তরবঙ্গ মেডিকেল কলেজে গিয়ে সেখানকার অধ্যক্ষের সঙ্গে কথা বলে এই প্রতিনিধিদল। তারপর কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে মেলা প্রাঙ্গণ পরিদর্শন করে বাজারের কি অবস্থা, তা বোঝার চেষ্টা করেন তারা।

এদিন এই প্রসঙ্গে কেন্দ্রীয় প্রতিনিধি দলের উত্তরবঙ্গ পরিদর্শনের দায়িত্বে থাকা চেয়ারম্যান বিনীত যোশী বলেন, “দ্বিতীয় দফায় আমরা পরিদর্শনে বেরিয়েছি। হাসপাতাল কর্তৃপক্ষের কাছে করোনা সংক্রান্ত রিপোর্ট চাওয়া হয়েছে। রাজ্যের তরফেও অসহযোগিতা ছিল। কিন্তু এদিন রাজ্য সরকারের প্রতিনিধি এসেছেন। আমরা আশা করব এই ধরনের সহযোগিতা আমরা পাব। আমাদের কালিম্পং যাওয়ার পরিকল্পনা রয়েছে। যে সংখ্যায় রোগী আসছে, সেই তুলনায় পরীক্ষা করার কিট পর্যাপ্ত রয়েছে।”

বিশ্লেষকরা বলছেন, যত দিন যাচ্ছে, ততই রাজ্যের করোনা মোকাবিলায় পরিকাঠামো নিয়ে উষ্মা প্রকাশ করে রিপোর্ট দিচ্ছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। আর এবার উত্তরবঙ্গ পরিদর্শনের পর সেই কেন্দ্রীয় প্রতিনিধি দলের গলায় অব্যবস্থার সুর থাকায় রাজ্য কতটা চাপে পড়ে, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!