এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > তীব্র ডামাডোল টাকি পুরসভায়, সামাল দিতে আসরে জ্যোতিপ্রিয় মল্লিক

তীব্র ডামাডোল টাকি পুরসভায়, সামাল দিতে আসরে জ্যোতিপ্রিয় মল্লিক


২০১৫ সালের টাকি পুর-নির্বাচনে মোট ১৬টি ওয়ার্ডের মধ্যে আটটিতে জেতে তৃণমূল। বিজেপি তিনটি এবং বামেরা পাঁচটি ওয়ার্ডে জেতে। পরে বিজেপি’র এক কাউন্সিলারকে দলে টেনে নিয়ে বোর্ড গঠন করতে হয় তৃণমূলকে। এখন সেই ন’জন কাউন্সিলারের মধ্যে আটজনই বর্তমান চেয়ারম্যান তৃণমূলের সোমনাথ মুখোপাধ্যায়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দেন পুরসভার এগজিকিউটিভ অফিসারের কাছে। এই ঘটনা তৃণমূলের শীর্ষ নেতৃত্বের কাছেও পৌঁছে গিয়েছে। এই ঘটনা সম্পর্কে তৃণমূলের উত্তর ২৪ পরগনা জেলা সভাপতি তথা রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, সোমবার চেয়ারম্যান সহ সব কাউন্সিলারকে নিয়ে বৈঠকে বসা হবে এবং সমস্ত ভুল বোঝাবুঝি আলোচনার মাধ্যমে মেটানো হবে। তিনি আরো দাবি করেছেন, ওঁরা ওঁদের অনাস্থা প্রস্তাব প্রত্যাহার করে নেবেন। আপাতত এই ঘটনায় ব্যাপক জল্পনা তৈরি হয়েছে টাকি সহ জেলা তৃণমূল নেতৃত্বের অন্দরে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!