এখন পড়ছেন
হোম > জাতীয় > ভোডাফোনের নতুন রূপ VI এসে চমকে দিল সবাইকে! এবার কি তাহলে চাপে পড়ছে জিও?

ভোডাফোনের নতুন রূপ VI এসে চমকে দিল সবাইকে! এবার কি তাহলে চাপে পড়ছে জিও?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ভোডাফোন আইডিয়া বিশ্বের অন্যতম মোবাইল টেলিকম সংস্থা দীর্ঘসময় ধরে তারা ভারতের বুকে ব্যবসা চালিয়ে যাচ্ছে। কালের নিয়মে ভোডাফোনের প্রচুর পরিবর্তন হয়েছে। গ্রাহক সংখ্যাও বেড়েছে, তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে বিভিন্ন পরিষেবা। যদিও ভোডাফোনের সাথে টক্কর দেওয়ার জন্য ইতিমধ্যে ভারতের বুকে অন্যান্য অনেক মোবাইল টেলিকম সংস্থা ব্যবসা শুরু করেছে এবং তাঁদের মধ্যে সবথেকে বেশি এগিয়ে রয়েছে রিলায়েন্স জিও।

সম্প্রতি ভোডাফোন এবং আইডিয়া একজোট হয়েছে এবং দুই টেলিকম সংস্থা এক হয়ে তাদের নতুন নাম হয়েছে VI। ভোডাফোন আইডিয়ার প্রধান নিবার্হী রবীন্দ্র তক্কর এ দিন জানান, দুটি বিশ্ব বিখ্যাত ব্র্যান্ডের একসাথে জোট বাঁধাকে বিশ্বের বৃহত্তম টেলিকম সংহতি বলা যায়। ভোডাফোন এবং আইডিয়া মার্জ হওয়ার পর এবার নতুন বেশকিছু নতুন প্ল্যান নিয়ে এসেছে VI। এগুলি একটি বিশদে জেনে নেওয়া যাক। প্রথমেই বলা যায় VI এর 289 টাকার রিচার্জ প্ল্যান- যার বৈধতা 28 দিন এবং প্রতিদিন দেড় জিবি হাই স্পিড ডেটা পাওয়া যাবে এই প্ল্যানে।

এর পরেই থাকছে 299 টাকার রিচার্জ প্ল্যান, যার বৈধতাও 28 দিনের এবং প্রতিদিন এই প্ল্যানে দু জিবি করে হাই স্পিড ইন্টারনেট ডেটা পাওয়া যাবে। থাকছে 399 টাকার রিচার্জ প্ল্যান, যেখানে বৈধতা থাকবে 84 দিন। এবং এই প্ল্যানে প্রতিদিন দেড় জিবি করে হাইস্পিড ইন্টারনেট ডেটা পাওয়া যাবে। এরপর সবথেকে কম দামের 149 টাকার রিচার্জ প্ল্যান। যেখানে VI দিচ্ছে 2gb হাই স্পিড ডেটা। পাশাপাশি থাকছে তিনশোটি ফ্রী এসএমএস। এবং এই প্ল্যানের বৈধতা 28 দিনের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এরপর 379 টাকা রিচার্জ প্ল্যান- যেখানে বৈধতা পাওয়া যাবে 84 দিনের এবং এই প্লানে 6 জিবি ইন্টারনেট ডেটা পাওয়া যাবে। সাথে হাজারটি ফ্রী এসএমএস থাকবে গ্রাহকদের জন্য। এবং সর্বশেষ যে প্ল্যানটি VI এনেছে নতুন সেটি হল 2399 টাকার একটি রিচার্জ প্ল্যান। এই প্ল্যানটির বৈধতা 365 দিন অর্থাৎ এক বছরের জন্য। এবং প্রতিদিন দেড় জিবি ডাটা পাওয়া যাবে। উল্লেখযোগ্য প্রতিটি প্ল্যানেই যে কোন ফোনে আনলিমিটেড কল করার সুবিধা থাকছে। আর এখানেই নতুন প্ল্যানে VI বেশ কয়েক কদম এগিয়ে থাকছে রিলায়েন্স জিওর থেকে।

বিশেষজ্ঞদের মতে, ভোডাফোন আইডিয়া নতুন নাম এবং লোগো VI লঞ্চ করার পর গ্রাহকদের টানার জন্য কি সুবিধা আনছে, সেদিকে নজর ছিল সবার। তবে VI যা প্ল্যান নিয়ে এসেছে তা যথেষ্ট প্রশংসনীয় বলে মনে করা হচ্ছে। তবে একথা পরিষ্কার রিলায়েন্স জিও টেলিকম ক্ষেত্রে সমস্ত কোম্পানিগুলিকে কড়া প্রতিযোগিতার মুখে ফেলেছে। সেক্ষেত্রে এবার VI এর পাল্টা চাপ সামলাতে রিলায়েন্স জিও গ্রাহক সুবিধার্থে নতুন কী পরিকল্পনা করছে সেদিকেই নজর থাকছে টেলিকম ওয়ার্ল্ডের।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!