এখন পড়ছেন
হোম > অন্যান্য > জমজমাট IPL! ‘ফাঁস’ হয়ে গেল বিরাট কোহলির দুর্দান্ত ফর্মের রহস্য? জেনে নিন বিস্তারিত ভাবে

জমজমাট IPL! ‘ফাঁস’ হয়ে গেল বিরাট কোহলির দুর্দান্ত ফর্মের রহস্য? জেনে নিন বিস্তারিত ভাবে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- এই বছর আইপিএল খেলার শুরুতে ভালো ফলাফল না করলেও আবার পুরনো ছন্দে ফিরতে দেখা গেছে বিরাট কোহলিকে। চেন্নাই আর আরসিবির দুরন্ত ম্যাচে কার্যত একাই অভিনব জয় ছিনিয়ে এনেছেন তিনি। সেইসঙ্গে করে ফেলেছেন ৫২ বলে ৯০ রান। অন্যদিকে কেকেআর-কেও হারিয়ে গেছেন নিজের ছন্দে।

অন্যদিকে জানা গেছে, এবারে তার আইপিএলের পারফরম্যান্স সাত ম্যাচে ২৫৬ রান। যদিও প্রথম কয়েক ম্যাচে তাঁকে মোটেই ভালো খেলতে দেখা যায়নি। তাই রানও পাওয়া যায়নি ভালো। কিন্তু টুর্নামেন্টে এখনও পর্যন্ত কোহলির ব্যাটে দুটি হাফ সেঞ্চুরি এসেছে। চেন্নাই ম্যাচে ৯০ রান ছাড়া রাজস্থানে ম্যাচে কোহলি ৭২ রানে অপরাজিত আছেন বলেও জানা যায়।

তবে এরই মধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছিল যে তাঁর এই প্রত্যাবর্তনের রহস্য ঠিক কোথায়। আর সেই রহস্যের উদ্ঘাটন করতেi সামনে এসেছে তাঁর হাতিয়ারের খবর। ঝুলি খুলতেই বেরিয়ে আসলো বিড়াল। তবে এখানে ঝুলি না থাকলেও আছে একটি কিডব্যাগ এবং তা খুলতে বেরিয়ে আসলো ক্রিকেটের একরাশ সরঞ্জাম, যা কিনা কোহলির খেলার অন্যতম গোপন অস্ত্র।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বস্তুত কিডব্যাক নিয়ে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত একটি ভিডিওতে কোহলি তাঁর অনুরাগীদের সামনে এনে দিয়েছেন একরাশ তথ্য, যা দেখে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বসিত নেটজনতারা। তবে কি ছিল তাঁর সেই ব্যাগে? জেনে দেখুন।

শুরুতে তাঁর কিট ব্যাগ থেকে বেরিয়ে আসে এক জোড়া থাই প্যাড, এক্সট্রা টুপি, থাই গার্ড, এক জোড়া প্যাড। এরপর দেখা যায়, সেখানে রয়েছে ১০-১২ জোড়া গ্লাভস, বাড়তি এক জোড়া পুমা ওয়ান-এইট জুতো, রিস্ট ব্যান্ড, হেলমেট, এলবো স্লিভস, এক জোড়া ফিল্ডিং গ্লাভস, হেলমেটের জন্য সোয়েট ব্যান্ড, গ্রিপটেক ক্রিম, হেলমেট কভার ও ২টি প্র্যাকটিস ব্যাট। এছাড়া অন্য কিট ব্যাগে বিরাটের আরও ৮টি ব্যাট রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

সেই সঙ্গে তিনি এও জানান যে, অন্য সকলের মতই কিটব্যাগ নিয়েও তাঁর উত্তেজনা আছে। আর এছাড়া কিট ব্যাগ গুছিয়ে রাখতেও তিনি দারুণ পছন্দ করেন। বস্তুত, তিনি নিজেই প্রতিবার বিভিন্ন সিরিজের আগে নিজের কিট ব্যাগ গুছিয়ে রাখেন বলেও জানান তিনি। সেই সঙ্গে নতুন কিডের গন্ধও তাঁর ভীষণ প্রিয় বলে জানা গেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!