এখন পড়ছেন
হোম > জাতীয় > ভোট শতাংশে দূরত্ত্ব কমছে দ্রুত, গুজরাট নিয়ে কপালে ভাঁজ বিজেপির

ভোট শতাংশে দূরত্ত্ব কমছে দ্রুত, গুজরাট নিয়ে কপালে ভাঁজ বিজেপির

গুজরাটে বিধানসভা নির্বাচনে আর এক মাসও বাকি নেই, এই অবস্থায় একে একে সামনে আসছে বিভিন্ন সংস্থার করা ওপিনিয়ন পোল। আর সেই সমীক্ষা যেমন একদিকে স্বস্তি দিচ্ছে বিজেপিকে, অন্যদিকে চিন্তার ভাঁজও ফেলছে কপালে। প্রায় সব সমীক্ষাতেই দেখা যাচ্ছে ১৮২ আসনের বিধানসভায় ১০০ এরও বেশি আসন নিয়ে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। কিন্তু বিজেপির দাবীমত কোনো সমীক্ষায় তাদের জন্য ১৫০ এর বেশি আসন দেখাচ্ছে না। অন্যদিকে জট সময় যাচ্ছে, দেখা যাচ্ছে কংগ্রেস কিন্তু কঠিন লড়াই দিয়ে উঠে আসছে। সম্প্রতি সামনে এসেছে লোকনীতি-সিএসডিএস-এর সমীক্ষা। সেই সমীক্ষা অনুযায়ী

১. বিজেপি পেতে পারে ১১৩ থেকে ১২১টি আসন
২. কংগ্রেস পেতে পারে ৫৮ থেকে ৬৪টি আসন
৩. বিজেপি পেতে পারে ৪৬% ভোট
৪. কংগ্রেস পেতে পারে ৪১% ভোট
৫. দুই মাস আগে হওয়া সমীক্ষার থেকে বিরোধী কংগ্রেসের অবস্থান অনেকটাই মজবুত
৬. বিজেপির সাম্ভাব্য ভোটের হার কমতে পারে বলে ইঙ্গিত
৭. কংগ্রেস সৌরাষ্ট্র, কচ্ছ এবং উত্তর গুজরাতে ভাল ফল করতে পারে
৮. বিজেপির গড় সৌরাষ্ট্রে বিজেপি ও কংগ্রেসের লড়াই হচ্ছে খুব ‘ক্লোস’
৯. সৌরাষ্ট্রে পাতিদারদের ভোটব্যাংকে ধ্বস, তা যেতে পারে কংগ্রেসের বাক্সে
১০. উত্তর গুজরাতে পশ্চাত্‍পদ শ্রেণির ভোটব্যাঙ্ক আবার একত্রিত হওয়ায় উত্তর গুজরাতে কংগ্রেসের ভাল ফল হওয়ার সম্ভাবনা

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!