এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > মুখ্যমন্ত্রীর হয়ে পদের অমর্যাদা, ক্ষমতার অপব্যবহারের অভিযোগ মমতার প্রাক্তন সৈনিকের

মুখ্যমন্ত্রীর হয়ে পদের অমর্যাদা, ক্ষমতার অপব্যবহারের অভিযোগ মমতার প্রাক্তন সৈনিকের

করোনা ভাইরাস এখন সমস্ত রাজনৈতিক দলের কাছে বাংলায় প্রধান ইস্যু হয়ে দাঁড়িয়েছে। সেই ভাইরাসকে মোকাবিলা করা অপেক্ষা শাসক থেকে বিরোধী একে অপরের দিকে কাদা ছোঁড়াছুঁড়ি করতে ব্যাস্ত। বিরোধীদের অভিযোগ, সরকার করোনায় প্রকৃত তথ্য চেপে যাচ্ছে। যার ফলে এখন নানা মহলে তৈরি হয়েছে গুঞ্জন। কেন্দ্রের সাথে মাঝেমধ্যেই রাজ্য সরকারের দ্বৈরথ তৈরি হচ্ছে।

পাশাপাশি রাজ্যের সঙ্গে মতানৈক্য তৈরি হতে দেখা যাচ্ছে রাজ্যের সাংবিধানিক প্রধান তথা রাজ্যপাল জগদীপ ধনকরের। আর এই পরিস্থিতিতে কার্যত ঘরে-বাইরে চাপে পড়েছে রাজ্যের শাসক দল বলে অভিমত রাজনৈতিক বিশেষজ্ঞদের। আর এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন সৈনিক তথা বর্তমান বিজেপি নেত্রী ভারতী ঘোষের তোপের মুখে পড়তে হল রাজ্য সরকারকে। সূত্রের খবর, এদিন একটি ভিডিও বার্তায় সারা ভারতে করোনা মৃত্যুর হারে পশ্চিমবঙ্গ সবথেকে শীর্ষে রয়েছে বলে অভিযোগ করেন ভারতী ঘোষ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তিনি বলেন, “8 মে পর্যন্ত রাজ্যে কমপক্ষে 160 জনের মৃত্যু হয়েছে। গায়ের জোরে পুলিশ অর্ডার জারি করা হচ্ছে।” শুধু তাই নয়, 8 মে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম দিবসের দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গান বাজানো নিয়েও এদিন সরব হন ভারতী ঘোষ। তিনি বলেন, “আজ যদি মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী না হয়ে সাধারণ মানুষ হতেন, তাহলে কি তার রচিত গান সাধারন মানুষের উপর চাপিয়ে দিতে পারতেন! মুখ্যমন্ত্রী হয়ে উনি পদের অমর্যাদা করছেন, ক্ষমতার অপব্যবহার করছেন।”

আর বর্তমান সময়ে বাংলার বুদ্ধিজীবীরা কেন এসব দেখেও চুপ রয়েছেন, তা নিয়েও প্রশ্ন তুলেছেন প্রাক্তন আইপিএস অফিসার। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, এক সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ পুলিশ অফিসার হিসেবে পরিচিত ছিলেন এই ভারতী ঘোষ। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়কে “মা” বলেও অভিহিত করেছিলেন তিনি। তবে যত সময় গিয়েছে, ততই রাজ্য সরকার ও তৃণমূল কংগ্রেসের সঙ্গে তিক্ততা বেড়েছে ভারতীদেবীর। যার ফলস্বরুপ পরবর্তীতে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধ শক্তি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন।

আর বিজেপিতে যোগদানের পর থেকেই নানা সময় নানা বিষয় তুলে ধরে মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের অস্বস্তি বাড়িয়ে দিয়েছেন ভারতী ঘোষ। আর করোনা মোকাবিলায় রাজ্য সরকার ব্যর্থ সহ রবীন্দ্রসংগীতের বদলে মমতা বন্দ্যোপাধ্যায় রচিত গান বাজানো নিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমন করে সোরগোল তুলে দিলেন ভারতীদেবী বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!