এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > আত্মতুষ্টি ভুলে কোমর বেঁধে নামছে তৃণমূল! পিকের মগজাস্ত্রে বিজেপি আটকাতে বড়সড় পরিকল্পনা

আত্মতুষ্টি ভুলে কোমর বেঁধে নামছে তৃণমূল! পিকের মগজাস্ত্রে বিজেপি আটকাতে বড়সড় পরিকল্পনা


করোনা মোকাবিলায় পশ্চিমবঙ্গ সরকার নানা পদক্ষেপ নিলেও, প্রথম থেকেই তার বিরোধিতা করতে শুরু করেছে বিরোধী রাজনৈতিক দলগুলো। বিভিন্ন দিক তুলে ধরে সরকারের বিরুদ্ধে সরব হচ্ছে বিজেপি থেকে শুরু করে বাম এবং কংগ্রেস। রেশনে দুর্নীতি, করোনা তথ্য চেপে যাওয়া, এই সমস্ত অভিযোগ বিরোধীদের মুখ থেকে প্রতিনিয়ত বের হচ্ছে। যার ফলে অস্বস্তিতে পড়তে হচ্ছে রাজ্য সরকার এবং রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে। আর এবার বিরোধীদের রুখতে আত্মতুষ্টি ভুলে দলকে সেশ্যাল মিডিয়াতেই পালটা ঝাঁজালো প্রচারে নামার বার্তা দিল তৃণমূল কংগ্রেস।

আর এই পরিস্থিতিতে বিজেপি সহ বিরোধী রাজনৈতিক দলগুলো তৃণমূলের বিরুদ্ধে সরব হলেও, পাল্টা তৃণমূলের নেতা-নেত্রীদের সেই অপপ্রচার রুখে দেওয়ার বার্তা দিলেন তৃণমূলের রাজনৈতিক রননীতিকার প্রশান্ত কিশোর। সূত্রের খবর, রবিবার জেলা সভাপতি, দলীয় বিধায়ক এবং সমস্ত জেলার কো-অর্ডিনেটর নিয়ে একটি ভিডিও কনফারেন্স করে তৃণমূল নেতৃত্ব। যেখানে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি, তৃণমূল মহাসচিব তথা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, যুব তৃনমূলের সভাপতি তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের রাজনৈতিক রননীতিকার প্রশান্ত কিশোর।

জানা যায়, এই ভিডিও কনফারেন্সে পুরো বক্তব্য হিন্দিতে রাখেন প্রশান্ত কিশোর। যেখানে রাজ্য সরকারের বিরুদ্ধে বিরোধীরা নানা অপপ্রচার চালালেও, সেই অপপ্রচারের মোকাবিলা করতে হবে বলে জেলা নেতৃত্বদের জানিয়ে দেন তিনি। যেখানে তিনি বলেন, “করোনা মোকাবিলা থেকে পরিযায়ী শ্রমিক, পশ্চিমবঙ্গ সরকারের কাজের তুলনা নেই। কিন্তু লকডাউন পরিস্থিতিতে যথাযথ প্রচারের অভাবে সুযোগ পেয়ে যাচ্ছে বিজেপি। একটা ভুল কথা হয়ে গেলে সেটাকেই 100 বলে প্রচার করছে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তিনি দলীয় নেতাদের আরও জানিয়েছেন, “তাই সেই অপপ্রচারের মোকাবিলায় পাল্টা প্রচার করে যেতে হবে। রাজ্যের কাজের সব পদক্ষেপ নিজেকে জানতে হবে। 13 মে থেকে 18 মে পর্যন্ত প্রচারের প্রথম পর্ব চলবে। যার মূল বার্তা থাকবে একদিকে পরিযায়ী শ্রমিক এবং অন্যদিকে করোনা মোকাবিলায় সরকারের পদক্ষেপ।” অর্থাৎ লকডাউনের এই মুহূর্তে বিজেপি যাতে কোনোভাবেই এই প্রচার করে সুযোগ না পায়, তার জন্য দলের সমস্ত জেলার পদাধিকারীদের পাল্টা প্রচার করার জন্য ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিলেন প্রশান্ত কিশোর।

এদিন বাংলার সঙ্গে গুজরাটের তুলনা করে তিনি বলেন, “গুজরাট অনেক খারাপ পরিস্থিতিতে রয়েছে। বাংলা রয়েছে অনেক ভালো অবস্থায়। প্রচারে সেসব নিয়ে আসতে হবে। লকডাউনে মানুষ কেমন আছে, তা জানতে ইতিমধ্যেই তার দলের 15 হাজার কর্মী মানুষের সঙ্গে কথা বলেছে। তাতে মানুষের ক্ষোভ উঠে এসেছে। এই ক্ষোভ থাকা স্বাভাবিক। কিন্তু মানুষের পাশে দাঁড়িয়ে সেই ক্ষোভে প্রলেপ লাগাতে হবে।” রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, তৃণমূলের রণনীতিকার প্রশান্ত কিশোরের জেলা নেতাদের উদ্দেশ্যে এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

কেননা করোনা ভাইরাসের বৃদ্ধির মুহূর্তে কোনো রাজনৈতিক দল ময়দানে নামতে না পারলেও, বিজেপির তরফ থেকে যেভাবে ইস্যু তুলে ধরে তৃণমূলকে কটাক্ষ করা হচ্ছে, তাতে কিছুটা হলেও চাপে পড়েছে রাজ্যের শাসক দল। আর তাইতো কোনো মতেই যে এই ব্যাপারে বিরোধীদের একচুল জমি ছেড়ে দেওয়া যাবে না, তার জন্য ভিডিও কনফারেন্সে জেলা নেতাদের বার্তা দিলেন বিশিষ্ট এই নির্বাচনী রননীতিকার। এখন প্রশান্ত কিশোরের নির্দেশ মত তৃণমূলের জেলা নেতারা কতটা পদক্ষেপ গ্রহণ করতে পারে এবং বিজেপির প্রচার কতটা রুখে দিতে পারে, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!