এখন পড়ছেন
হোম > জাতীয় > বাংলায় বিজেপির রথযাত্রা – সম্ভাবনাময় কেন্দ্রে ফুল ফোটাতে আসরে একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী

বাংলায় বিজেপির রথযাত্রা – সম্ভাবনাময় কেন্দ্রে ফুল ফোটাতে আসরে একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী

বাংলাই যে এখন কেন্দ্রীয় নেতৃত্বের মূল লক্ষ্য তা বারেবারে রাজ্য নেতৃত্বকে বুঝিয়ে দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। আর তাই এবার লোকসভা নির্বাচনের আগে রাজ্যের জেলায় জেলায় নিজেদের প্রচারের জন্য  রথযাত্রার আয়োজন করতে চলেছে রাজ্য বিজেপি। বিজেপি সূত্রের খবর, রাজ্যজুড়ে এই রথযাত্রায় থাকছে একাধিক চমক।

জানা গেছে, বাংলারই প্রতিবেশী রাজ্য বিজেপি শাসিত ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে এই রথযাত্রা কর্মসূচী উপলক্ষে রাজ্যে বিজেপির জয়ের ক্ষেত্রে একাধিক ‘সম্ভাবনাময় লোকসভা কেন্দ্রে’ নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়েছে। তবে শুধু  বিপ্লব দেবই নয়, দেশের প্রায় ছয় থেকে দশজন বিজেপি মুখ্যমন্ত্রীকে বাংলায় এনে চমক দেওয়ার ব্লু-প্রিন্ট ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন কোলকাতার মুরলীধর সেন লেনের কর্তারা।

বিজেপির দাবি, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীর পাশাপাশি একাধিক হেভিওয়েট কেন্দ্রীয় মন্ত্রীকেও এই রথযাত্রায় শামিল করার পরিকল্পনা রয়েছে তাঁদের। কিন্তু হঠাৎ এহেন কর্মসূচী কেন রাজ্য বিজেপির? এ প্রসঙ্গে বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ” গোটা দেশে বিজেপির অশ্বমেধের ঘোড়া ছুটছে। বাংলাতেও সেই গতি অব্যাহত রাখতে রথযাত্রার আয়োজন করা হয়েছে। এই রথযাত্রার মধ্যে দিয়েই বাংলার মানুষকে আগামীদিনে বিজেপির সুশাসনের বার্তা দেওয়া হবে।”

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

——————————————————————————————-

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে।

তবে হেভিওয়েটদের তালিকায় এই রথযাত্রায় ঠিক কে কে থাকছেন? কবে থেকে আর রাজ্যের ঠিক কোথায় কোথায় হবে বিজেপির এই রথযাত্রা? জানা গেছে, আগামী 3 ডিসেম্বর থেকে শুরু এই যাত্রায়  হাজির থাকবেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সেনওয়াল, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী রঘুবর দাস, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী রমন সিং, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং সমাপ্তির দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও হাজির করানোর পরিকল্পনা রয়েছে রাজ্য বিজেপির।

জানা গেছে, রাজ্যের তিনটি প্রান্ত, তারাপীঠ, সাগর এবং কোচবিহার থেকে তিনটি রথযাত্রা শুরু হবে। প্রতিটি রথই ১৪টি করে লোকসভা কেন্দ্র ছুঁয়ে যাবে। গড়ে প্রায় ৩৮ থেকে ৪০ দিনের যাত্রা শেষে কলকাতায় শেষ হবে এই রথযাত্রা। সসব মিলিয়ে রথে চেপে এবার লোকসভায় বঙ্গ জয়ে ঝাপানোর জন্য চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে রাজ্যের পদ্মফুল শিবির।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!