এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > সামনের চারদফা নির্বাচনে বিজেপির নতুন চমক প্রচারে, আসছে হেভিওয়েট মুখ

সামনের চারদফা নির্বাচনে বিজেপির নতুন চমক প্রচারে, আসছে হেভিওয়েট মুখ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দেখতে দেখতে চার দফা নির্বাচন শেষ হয়েছে, আরও চার দফা নির্বাচন বাকি। তারপরে স্পষ্ট হবে বাংলা দখলের লড়াইয়ে কে সর্বোচ্চ স্থান দখল করবে। রাজ্যের সবকটি রাজনৈতিক দল এই মুহূর্তে নেমে পড়েছে লড়াইতে। এই পরিস্থিতিতে তৃণমূলকে টক্কর দিতে গেরুয়া শিবির তাঁদের রণনীতিতে পরিবর্তন আনছে বলে শোনা যাচ্ছে। হাতে যখন আর চার দফা নির্বাচন রয়েছে, ঠিক সেসময় বাংলায় এবার বিজেপির পক্ষ থেকে নতুন গেম প্ল্যান তৈরি করা হচ্ছে।

যতই নির্বাচনে গরম গরম বক্তৃতা হোক না কেন, মানুষের কাছাকাছি না পৌঁছাতে পারলে সব যে বিফলে যাবে তা সব রাজনৈতিক দলেরই জানা। মানুষ হচ্ছে সবার ঊর্ধ্বে, আর সে কথা কে না জানে। তাই মানুষের কাছাকাছি পৌঁছাতে এবার বিজেপির নতুন কর্মযজ্ঞ শুরু হতে চলেছে। বিভিন্ন হাইভোল্টেজ সভার পাশাপাশি রোড শো, চায়ে পে চর্চা, মধ্যাহ্নভোজের মাঝে বিজেপি এবার শুরু করতে চলেছে পথসভা। কলকাতার বুকে বিজেপি মানুষকে টানতে এবার পথসভায় নামছে বিভিন্ন ছোট ছোট জায়গায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এই পথসভায় হাজির থাকতে চলেছেন বিজেপির হেভিওয়েট মুখগুলি। আগামী 13 ই এপ্রিল দমদমের পথসভায় নামছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজকে সন্ধ্যা 7 টা থেকে রাত্রি আটটা পনেরো পর্যন্ত দমদম বরানগরে অমিত শাহ করতে চলেছেন পথসভা। খুব স্বাভাবিকভাবে বিজেপির পথসভা নিয়ে নানান রকম আলোচনা চলছে রাজনৈতিক মহলে। অনেকেই প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছে, তৃণমূলের বিরুদ্ধে লড়তে গিয়ে শেষ পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রীকে পথসভা করতে হচ্ছে বাংলার রাস্তার ধারে ধারে।

আবার অনেকেই মনে করছেন, এই পথসভার মাধ্যমে ্রাজ্যের অন্যতম বিরোধী দল বিজেপি অনেক কম সময়ে অনেক বেশি মানুষের কাছে তাঁদের বার্তা পৌঁছে দিতে পারবে। অর্থাৎ আগামী চার দফা নির্বাচনে বিজেপি এবার মানুষকে কাছে টানার জন্য নতুন হাতিয়ার ব্যবহার করতে শুরু করল। তবে দেখার নতুন স্ট্র্যাটেজিতে বিজেপির তারকারা শেষ পর্যন্ত কতটা সফল হন পরিবর্তন আনতে। বাংলার রাজনীতিতে ইতিমধ্যেই একের পর এক ঘটনা নিয়ে চলছে তুমুল টানাপোড়েন।

 

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!