এখন পড়ছেন
হোম > রাজ্য > মুকুলকে আটকাতে গিয়ে এবার বড় বিপাকে শাসকদল

মুকুলকে আটকাতে গিয়ে এবার বড় বিপাকে শাসকদল

কাঁচরাপাড়া থানায় ৫ ডিসেম্বর গান্ধিমোড়ে সভা করতে চেয়ে আবেদন করে। কিন্তু থানার তরফে জানানো হয় যে ওই দিন গান্ধিমোড়ে পূর্বনির্ধারিত কর্মসূচি থাকার দরুন তারা সভা করার অনুমতি দিতে পারবে না।এরপর আবার ১৪ বা ২০ ডিসেম্বর সভা করতে চেয়ে দ্বিতীয়বার থানায় ৭ ডিসেম্বর আবেদন করে BJP। কিন্তু বিজেপির এই আবেদনে নাকি পুলিশ কোনো জবাব দেয়নি বলে অভিযোগ করে বিজেপি। এই নিয়ে বিজেপি এরপর কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। গতকাল মামলার শুনানি ছিল তাতে বিচারপতি দেবাংশু বসাক রাজ্যের আইনজীবীর কাছে জানতে চান, গান্ধিমোড়ে সভা না করতে দেওয়ার কারণ কী ? উত্তরে আইনজীবী অমিতেশ বন্দ্যোপাধ্যায় বলেন জায়গাটি ঘিঞ্জি, সভা করলে আইনশৃঙ্খলার অবনতি হতে পারে।
তাই প্রশাসন ওখানে কাউকেই সভা-সমাবেশ করতে দেবে না। তাই বিচারপতি বলেন, তাহলে আমি নির্দেশ দিচ্ছি, ভবিষ্যতে ওখানে কোনও সভা হবে না।তা শুনে আইনজীবী কিছু সময় চান। বিচারপতি ২৪ ঘন্টা সময় দিয়েছেন রাজ্য সরকারের সাথে আলোচনা করে জানানোর জন্য। পাশাপাশি বিজেপিকে সভার জন্য অন্য কোনও জায়গা বেছে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে নির্দেশ দিয়েছেন।ফলে কাঁচরাপাড়া মুকুলবাবুর এলাকা। ফলে এখন যদি বিজেপি বা মুকুলকে সভা করতে না দেয় সরকার তবে তারাও আর ওখানে সভা করতে পারবে না। আর তাঁকে আটকাতে এই ব্যাবস্থা করেছিল বলে দাবি বিজেপি নেতার। তবে কোর্টের রায়ে এবার উভয় সংকটে শাসকদল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!