এখন পড়ছেন
হোম > জাতীয় > রাহুল জামানায় পদ হারাতে চলেছেন কংগ্রেসের একগুচ্ছ শীর্ষনেতা

রাহুল জামানায় পদ হারাতে চলেছেন কংগ্রেসের একগুচ্ছ শীর্ষনেতা

রাজনীতিতে তিনি নিজের মতোই করবেন ইঙ্গিতটা দিচ্ছিলেন ধীরে ধীরে। সে পশ্চিমবঙ্গে বামফ্রন্টের সঙ্গে দীর্ঘদিনের বৈরিতা ভুলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জোটে সবুজ-সংকেত দেওয়ায় হোক বা উত্তরপ্রদেশে অখিলেশের হাত ধরা হোক বা সর্বশেষ গুজরাটে হার্দিক-জিগনেশ-আল্পেশদের নট তরুণদের কাছে টেনে বিজেপিকে করা চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়ায় হোক। আর এসবের মাঝেই কাঁধে তুলে নিয়েছেন জাতীয় কংগ্রেসের সভাপতির দায়িত্ত্ব। তিনি রাহুল গান্ধী, আর সভাপতি হয়েই তিনি এবার নজিরবিহীন পদক্ষেপ নিতে যাচ্ছেন। সূত্রের খবর অনুযায়ী এবার তিনি শীর্ষ নেতৃত্বে বড় রদবদল এনে দলের মাথায় শুদ্ধকরণের পথে হাঁটতে চাইছেন।
নবীন কংগ্রেস সভাপতি হিসাবে আগামীদিনে রাহুলের চারপাশে যে দল হবে তা হবে নবীন রক্তে তাজা বলেই জানা যাচ্ছে। ফলে সোনিয়া গান্ধীর আমলে যাঁরা তাঁর ছায়াসঙ্গী ছিলেন, বি কে হরিপ্রসাদ, অম্বিকা সোনি, মল্লিকার্জুন খারগে, গুলাম নবি আজাদদের এবার ‘স্বেচ্ছাবসরে’ যেতে হবে। বদলে সামনের সারিতে আসতে চলেছেন রণদীপ সূরযেওয়ালা, অজয় মাকেনের মতো নেতারা। আর রাহুল গান্ধীর এই সিদ্ধান্ত ব্যুমেরাং হবে নাকি আগামী দিনে বিজেপিকে কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারবে সেদিকেই তাকিয়ে এখন রাজনৈতিক মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!