এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > খাস কলকাতায় বড়সড় দলবদল, বিজেপি-বামফ্রন্ট ছেড়ে শাসকদলে যোগ

খাস কলকাতায় বড়সড় দলবদল, বিজেপি-বামফ্রন্ট ছেড়ে শাসকদলে যোগ

রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের একসময়ের অঘোষিত দুনম্বর নেতা দল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েই ঘোষণা করেছিলেন, তৃণমূলের সংগঠন আদতে ‘উইয়ের ঢিবি’, একটু নাড়া দিলেই ঝুরঝুর করে ভেঙে পড়বে। কিছুদিন অপেক্ষা করলেই দেখা যাবে শাসকদলে কিভাবে ভাঙন ধরছে। কিন্তু বিজেপিতে যোগ দেওয়ার পর বেশ কয়েকমাস কেটে গেলেও সে অর্থে কোন বড় নেতা এখনো তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে পা বাড়াননি। এই অবস্থায় এতদিন নীচুতলায় ভাঙন ধরাচ্ছিল বিজেপি, রাজ্যজুড়ে বিভিন্ন জায়গায় শাসকদলের নেতা-কর্মীরা বিজেপিতে যোগদান করছিল বলে বিজেপির তরফে দাবি করা হয়। যদিও শাসকদল সেই দাবি উড়িয়ে দিয়ে দাবি করে নিজেদের লোকেদের হাতেই দলীয় পতাকা তুলে দিয়ে ‘মিথ্যা’ দলবদলের দাবি করছে বিজেপি।

কিন্তু ব্যেপে সেই নিচুতলার ভাঙন ধরানোতেও এবার বড়সড় ধাক্কা লাগল। খাস কলকাতার বুকে বিজেপি ও বামফ্রন্ট থেকে একরাশ কর্মী-সমর্থক বেরিয়ে এসে হাতে শাসকদলের ঘাসফুলের পতাকা তুলে নিলেন। কলকাতার বজবজে এই দলবদলের ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘উন্নয়ন যজ্ঞে’ সামিল হতেই এই দলবদল বলে দাবি। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, আগামিদিনে এমন দলত্যাগের ঘটনা আরও বাড়বে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!