এখন পড়ছেন
হোম > রাজ্য > মেদিনীপুর > শুভেন্দুর নির্দেশে মানসের খাসতালুকে নেওয়া হতে চলেছে বড়সড় পদক্ষেপ! দায়িত্বে রিসার্চ ইনস্টিটিউট

শুভেন্দুর নির্দেশে মানসের খাসতালুকে নেওয়া হতে চলেছে বড়সড় পদক্ষেপ! দায়িত্বে রিসার্চ ইনস্টিটিউট


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – তৃণমূল নেতা হিসাবে শুভেন্দু অধিকারীকে নিয়ে নানা রকম জল্পনা চলছে। তবে তিনি রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী‌। তাই তৃনমূল নেতা অপেক্ষা এবার রাজ্যের মন্ত্রী হিসেবে উন্নয়নমূলক প্রকল্পের কাজ শুরু করে দিলেন শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, ইতিমধ্যেই শুভেন্দুবাবুর নির্দেশে সবংয়ের কেলেঘাই নদীতে কি পরিমাণ পানি জমেছে, তা দেখার কাজ শুরু করে দিয়েছে রাজ্যের সেচ দপ্তর। প্রসঙ্গত উল্লেখ্য, একটা সময় বর্ষায় প্রচুর পরিমাণে বন্যা হয় সবং এলাকায়। গ্রামের পর গ্রাম ভেসে যেত সেই বন্যায়। জলবন্দি হয়ে পড়তেন হাজার হাজার মানুষ।

কিন্তু কপালেশ্বর নদী সংস্কারের কাজ হওয়ার কারণে এখন সেভাবে সবংয়ে আর বন্যা হয় না। তবে দীর্ঘদিন ধরে নদী সংস্কারের দাবিতে সোচ্চার ছিলেন বর্তমানে তৃণমূলের রাজ্যসভার সাংসদ মানস ভুঁইয়া। যার পরবর্তীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এখানকার কাজ শুরু হলেও অতিবৃষ্টির ফলে কেলেঘাই নদীর ওপর কাঠের সেতু কিছুদিন আগেই ডুবে যায়। যার ফলে এক গ্রামের সঙ্গে অপর গ্রামের সংযোগ নষ্ট হয়। এদিকে সেতু ডুবে যাওয়ার পরেই সেখানে নৌকার ব্যবস্থা করেন রাজ্যের সেচমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে এবার সেখানকার সমস্যার সমাধান করতে উদ্যোগী হল রাজ্যের সেচ দপ্তর।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে শেষ দপ্তরের দক্ষিণ-পশ্চিম বিভাগের চিফ ইঞ্জিনিয়ার অনীশ ঘোষ বলেন, “মন্ত্রীর নির্দেশে রিভার রিসার্চ ইনস্টিটিউটকে এই কাজ করতে বলা হয়েছে। নাগলকাটা থেকে ঢেউ ভাঙ্গা পর্যন্ত নদীবক্ষে কতটা পলি জমে আছে, তা পরিমাপ করে দেখা হবে। কোন কোন জায়গায় কত পরিমান পানি জমেছে, তা জানানোর পর প্রয়োজনীয় পলি সরানোর কাজ হবে। রিভার রিসার্চ ইনস্টিটিউড খুব শীঘ্রই তাদের কাজ শুরু করবে।”

বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে নৌকা নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় পারাপার করতে হয় এখনকার মানুষদের। যার ফলে কিছুটা সমস্যা রয়েছে। তাই এবারে কাঠের সেতুর বদলে কংক্রিটের সেতু যাতে তৈরি হয়, তার জন্য দাবি জানাতে শুরু করেছেন বাসিন্দারা। এখন মানস ভুঁইয়ার শক্ত ঘাঁটিতে সেচমন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্যোগে সাধারণ মানুষের সুবিধার্থে এই কাজ শুরু হলে মানুষ অনেকটা উপকৃত হবে বলে মনে করছেন প্রত্যেকে। এখন গোটা পরিস্থিতির কবে সমাধান হয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!