‘উলুধ্বনিতে’ অভিনব প্রতিবাদের পথে বঙ্গ বিজেপি বিশেষ খবর রাজ্য February 25, 2018 বঙ্গ বিজেপির দীর্ঘদিনের অভিযোগ কেন্দ্রীয় প্রকল্পগুলি রাজ্য সরকার ‘অন্যায় ভাবে’ নিজেদের নামে চালিয়ে যাচ্ছে দিনের পর দিন। তা সে ২ টাকা কেজি দরে চাল দেওয়ায় হোক বা ভর্তুকিতে গম দেওয়া। এরকম নাকি প্রতিটি কেন্দ্রীয় প্রকল্পই কেন্দ্রের তাকাতে চালিয়েও নাম কেনার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এই নিয়ে দীর্ঘদিন ধরেই ক্ষোভ জানিয়ে আসছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় থেকে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সহ অন্যান্য রাজ্য শীর্ষ নেতৃত্ত্ব। কিন্তু তারপরেও অভিযোগ রাজ্য সরকার একই পথে চলছে। আর তাই রাজ্য সরকারের এহেন কাজের বিরুদ্ধে অভিনব প্রতিবাদের পথে হাঁটতে চলেছে বঙ্গ বিজেপি। বিজেপি সূত্রের খবর, রাজ্যে যতগুলি প্রকল্পের নাম বদলানো হয়েছে, তত সেকেন্ড ধরে টানা উলুধ্বনি দেবে দল। বিজেপির এক শীর্ষ নেতার কথায়, তৃণমূল কংগ্রেস সরকার দিনের পর দিন কেন্দ্রের টাকায় নিজেদের নামে প্রকল্প করে নাম কেনার চেষ্টা করছে সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে। সময় এসেছে সাধারণ মানুষকে বোঝানোর আসলে দিদিমনি নাম কেনা ছাড়া কিছুই করছেন না, যা করছেন তা আসলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই মিথ্যাচার অবিলম্বে বন্ধ করার প্রয়োজন, তাই এই অভিনব প্রতিবাদের সিদ্ধান্ত নেওয়া হয়েছে দলীয় স্তরে। আপনার মতামত জানান -