এখন পড়ছেন
হোম > জাতীয় > বদলে যেতে চলেছে রাজ্যসভার অঙ্ক?

বদলে যেতে চলেছে রাজ্যসভার অঙ্ক?

২০১৪ সালের লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে কেন্দ্রে ক্ষমতা দখল করলেও, রাজ্যসভার শক্তির নিরিখে নরেন্দ্র মোদীর সরকারকে কোনো বিল পাশ করাতে কার্যত গলদঘর্ম হতে হচ্ছিল। গত বছরেই কংগ্রেসের ৫৭ টি আসন টপকে নিজেদের ৫৮ টি আসন করে বিজেপি রাজ্যসভাতেও সবথেকে বড়দল হিসাবে নিজেদের প্রতিপন্ন করে। কিন্তু তা রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠতা থেকে অনেকটাই কম। কিন্তু জাতীয় নির্বাচন কমিশন আগামী এপ্রিল মাসে মেয়াদ শেষ হতে চলা ১৬ টি রাজ্যের ৫৯ টি আসনে আগামী ২৩ শে মার্চ নির্বাচন ঘোষণা করে দিতেই, স্বস্তির নিঃশ্বাস গেরুয়া শিবিরে। কেননা ওই ১৬ টি রাজ্যের মধ্যে ১০ টি রাজ্যই বিজেপি-শাসিত, আর তাই স্বাভাবিক নিয়মেই ৫৯ টি আসনের বেশিরভাগ ক্ষেত্রেই বিজেপি প্রার্থীরা জয়ী হতে চলেছেন। আর তারফলে রাজ্যসভাতেও গেরুয়া শিবিরের সংখ্যাগরিষ্ঠ হওয়া এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। যে রাজ্যগুলিতে রাজ্যসভা ভোট হতে চলেছে –

১. উত্তরপ্রদেশ – ১০ টি আসন
২. বিহার ও মহারাষ্ট্র – ৬ টি করে আসন
৩. মধ্যপ্রদেশ ও পশ্চিমবঙ্গ – ৫ টি করে আসন
৪. গুজরাত ও কর্ণাটক – ৪ টি করে আসন
৫. অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, ওড়িশা ও রাজস্থান – ৩ টি করে আসন
৬. ঝাড়খন্ড – ২ টি আসন
৭. হিমাচল প্রদেশ, হরিয়ানা, ছড়িশগড় ও উত্তরাখন্ড – ১ টি করে আসন

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!