এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > কবে হবে লকডাউন? পার্টি অফিসে ঘোষণা তৃণমূলের জেলা সভাপতির! তীব্র বিতর্ক গোটা রাজ্য জুড়ে!

কবে হবে লকডাউন? পার্টি অফিসে ঘোষণা তৃণমূলের জেলা সভাপতির! তীব্র বিতর্ক গোটা রাজ্য জুড়ে!

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –বীরভূম জেলায় করোনার সংক্রমণ দিনে দিনে বেড়েই চলেছে। করোনার সংক্রমণ বৃদ্ধির কারণেই জেলায় লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে জেলা প্রশাসনের তরফ থেকে। প্রসঙ্গত, করোনার সংক্রমণ বৃদ্ধির কারণেই অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে রাখা হয়েছে বীরভূমের বিখ্যাত তারাপীঠ মন্দির। জানানো হয়েছে, আগামী কৌশিকী অমাবশ্যাতেও তারাপীঠ মন্দির বন্ধ রাখা হবে।

এই পরিস্থিতিতে বীরভূমে লকডাউনের দিন বদলের ঘোষণা করলেন বীরভূম জেলা তৃণমূলের দোর্দন্ডপ্রতাপ নেতা ও জেলা সভাপতি অনুব্রত মন্ডল। সংবাদসূত্রে জানা গেছে, বোলপুরে নিজের পার্টি অফিসে বসে দুপুর বেলায় অনুব্রত বাবুর লকডাউনের এই ঘোষণার দেড় ঘন্টা পরেই বীরভূম জেলা শাসকের দফতর থেকেও ঘোষিত হয়েছে বিরভুম জেলার পরিবর্তিত লকডাউনের বিবৃতি। আর এটা নিয়েই শুরু হয়েছে তীব্র বিতর্ক।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, বীরভূম জেলায় সম্প্রতি লকডাউনের দিন বদল করা হয়েছে । কিন্তু জেলার লকডাউন বিষয়ে জেলা শাসকের বিবৃতি দেবার পূর্বেই বোলপুরে নিজের পার্টি অফিসে বসে পরিবর্তিত লকডাউনের দিনক্ষণ ঘোষণা করে দিলেন তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ” ২ তারিখ থেকে লকডাউন হবে বীরভূমে। বিকেল ৩টে থেকে হবে লকডাউন। ছোট ব্যবসায়ীদের অসুবিধা হচ্ছিল। তাই সব ঠিক করে দিলাম। দুপুর ৩েটর পর আর তেমন কেউ বাড়ি থেকে বেরোন না।”

বিরোধীদের অভিযোগ, অনুব্রত মন্ডলের এই ঘোষণার প্রায় দেড় ঘন্টা পরে বীরভূম জেলা শাসকের দপ্তর থেকে একটি নোটিস জারি করে বীরভূমে লকডাউনের সময় পরিবর্তনের কথা বলা হয়। লকডাউন নিয়ে অনুব্রত মন্ডলের এই ঘোষণার পর থেকেই বিতর্ক শুরু হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে। জেলাশাসকের ঘোষণার আগে তৃণমূল জেলা সভাপতির ঘোষণায় বিখ্খুব্ধ সমস্ত বিরোধী দল। বিজেপি, সিপিএম, কংগ্রেস সহ সমস্ত রাজনৈতিক দল এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে। বিরোধীরা অভিযোগ করেছেন যে, সরকারি দপ্তরের পরিবর্তে আগামী দিনে কি পার্টি অফিস থেকেই প্রশাসন পরিচালিত হবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!