এখন পড়ছেন
হোম > জাতীয় > রাম মন্দিরের ভূমিপুজোয় ডাক পেলেন না প্রধান দুই কান্ডারীই! তীব্র জল্পনা গেরুয়া শিবিরে

রাম মন্দিরের ভূমিপুজোয় ডাক পেলেন না প্রধান দুই কান্ডারীই! তীব্র জল্পনা গেরুয়া শিবিরে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  অনেকে বলেন, বাবা-মারা সংসার তৈরি করে দেন। ছেলেমেয়েরা বড় হওয়ার পর সেই বাবা-মা রাই তাদের কাছে হয়ে যান পরিত্যাজ্য। যে বৃদ্ধ বাবা-মা একসময় কষ্ট এবং পরিশ্রমের মধ্যে দিয়ে সংসারে আলো ভরিয়ে দিয়েছিলেন সন্তানদের সুখের জন্য, অনেক সংসারে চোখ বোলালেই দেখা যাবে যে, সেখানে হয় সেই বাবা-মায়েদের আস্তাকুড়ে পড়ে থাকতে দেখা যাচ্ছে, নতেব তাদের ঠিকানা হয়েছে বৃদ্ধাশ্রম। তবে সংসারের ক্ষেত্রে শুধু নয়, রাজনীতিতেও এই এক ট্রাডিশন লক্ষ্য করা যায়।

সারা জীবন রাম মন্দির স্থাপনের স্বপ্ন দেখে এসেছেন বিজেপির প্রবীণ নেতা লালকৃষ্ণ আডবানি, মুরলী মনোহর যোশীরা‌। কিন্তু এবারে যখন সেই রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন হবে, যখন সেখানে উপস্থিত থাকবেন তাদের উত্তরসূরি নরেন্দ্র মোদি, তখন এই দুই প্রবীণ নেতা যে রাম মন্দির আন্দোলনের পথকে প্রশস্ত করে দিয়েছিলেন, তারাই সেখানে উপস্থিত থাকা থেকে বঞ্চিত হচ্ছেন। জানা গেছে, ভূমি পূজার অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি এই দুই প্রবীণ বিজেপি নেতাকে। তবে অনেকে আবার বলছেন, করোনা ভাইরাসের জন্যই তাদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো থেকে বাদ রাখা হয়েছে।

তবে যে কারণেই হোক লালকৃষ্ণ আডবাণী কিংবা মুরলী মনোহর যোশীকে যেভাবে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো থেকে বাদ রাখা হল, তাতে নানা মহলে তৈরি হয়েছে প্রশ্ন। অনেকে বলছেন, এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে বিশ্ব হিন্দু পরিষদের সহ-সভাপতি থেকে শুরু করে আরএসএস প্রধান মোহন ভাগবতকে‌। এমনকি এই অনুষ্ঠানে ভূমিপুজোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেদিক থেকে যারা আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন, তাদের প্রত্যেকের বয়স ষাটের বেশি। তাই তাদের করোনা ভাইরাস হবে না, আর প্রবীণ বিজেপি নেতা প্রটোকল নিয়ে সেখানে যাবেন, অথচ তাদের করোনা ভাইরাস হয়ে যাবে, এ কেমন যুক্তি!

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একাংশের মতে, আসলে মোদি-শাহ ক্ষমতায় আসার পর গুরুত্ব কমেছে বিজেপির লালকৃষ্ণ আডবাণী, মুরলী মনোহর যোশীদের। তাই কষ্ট হলেও এই কথা মেনে নিতেই হচ্ছে যে, এক সময় এই দুই বিজেপি নেতা রাম মন্দির আন্দোলনের পথ প্রশস্ত করলেও, এবার ক্ষমতায় এসে নরেন্দ্র মোদি সেই রাম মন্দির উদ্বোধন করে তা থেকে ব্রাত্য রাখলেন দুই প্রবীণ বিজেপি নেতাকে।

তবে সমালোচক মহলের একাংশ এই রকম মন্তব্য করলেও গেরুয়া শিবিরের পক্ষ থেকে বলা হচ্ছে, এমন কোনো মন্তব্য করা বৃথা। দলে অত্যন্ত গুরুত্বপূর্ণ লালকৃষ্ণ আডবাণী এবং মুরলী মনোহর যোশীরা। শুধুমাত্র করোনা ভাইরাসের কারণে ছোট করে এই অনুষ্ঠান হচ্ছে। তাই সেখানে তাদেরকে শামিল করা হচ্ছে না। তবে যে যাই বলুন না কেন, গোটা পরিস্থিতি নিয়ে বিতর্ক যে অব্যাহত, তা বলার অপেক্ষা রাখে না।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!