মোদীর অস্বস্তি বাড়াতে গিয়ে ‘ফেক ছবি’ দিয়ে ধরা পড়লেন হেভিওয়েট কংগ্রেস নেতা! তীব্র শোরগোল কংগ্রেস জাতীয় রাজনীতি August 2, 2020 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত ২০১৮ সালে একক ভাবে কংগ্রেস বা কংগ্রেস জোটের হাতে পরাস্ত হয়ে বেশকিছু রাজ্য বিধানসভা বিজেপির হাতছাড়া হয়ে যায়। নিজেদের পরাজয়ে বিজেপি সাময়িক ভাবে ভেঙে পড়লেও অল্পসময়ের সেই রাজ্যগুলিতে নিজেদের শক্তিশালী করে নেয় ও কংগ্রেস দলে বা কংগ্রেস নেতৃত্বাধীন জোটে ফাটল ধরিয়ে রাজ্যগুলি পুনরুদ্ধারে মনে দেয়। মধ্যপ্রদেশ এমনি একটি রাজ্য যা ২০১৮ সালে ছিল কংগ্রেসের দখলে, কিন্তু কংগ্রেসে ভাঙ্গন ঘটিয়ে সম্প্রতি এটি বিজেপি পুনরুদ্ধার করেছে। আর রাজ্য হাতছাড়া হয়ে যাবার এই বিষয়টি কিছুতেই মেনে নিতে পারেননি সে রাজ্যের ক্ষমতাসীন কংগ্রেস নেতৃত্ব। যা তাঁদের কথাবার্তায়, আচরণে বারবার প্রকাশ পেয়েছে। সম্প্রতি, মধ্য প্রদেশের প্রাক্তন কংগ্রেস সরকারের জনৈক মন্ত্রী জিতু পটওয়ারি গতকাল শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামে টুইটারে ফেক ছবি পোস্ট করে বিষেদাগার করতে গিয়ে শেষপর্যন্ত নিজেরই হাত পোড়ালেন। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - সংবাদসূত্রে জানা গেছে, গতকাল অর্থাৎ শনিবারে ইন্দোরের রাউ অঞ্চল থেকে জনৈক কংগ্রেস বিধায়ক বিধায়ক জিতু পটওয়ারি একটি বিলাসবহুল অত্যাধুনিক বিমানের অন্দরের ছবি টুইটারে পোস্ট করেন। তাঁর দাবি, এই বিমানটি স্বয়ং প্রধানমন্ত্রী মোদির। শুধু তাই নয় এই ছবি টুইটারে দিয়ে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে তিনি টুইটারে লেখেন, “রেল বিক্রি হয়ে গেছে, চায়ের কি …!!! আরে ভাই! পরধান্মন্ত্রি সাহেব চায়ের পৃষ্ঠভূমি থেকে আসে তো কি। আমরা যখন ওনাকে বেশি সুবিধা দেব, তখন উনি ভারতকে বিশ্বগুরু বানাবেন। প্রধানমন্ত্রীর বিমানের ভিতরের ছবি।” এরপর খুব অল্প সময়ের মধ্যে তাঁর এই ছবি ও পোস্টটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। কিন্তু, শেষ রক্ষা হয় নি। শেষপর্যন্ত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়া ফেক নিউস তদন্ত করি সংস্থা ‘পিআইবি ফ্যাক্ট চেক’- এর হাতে এই পোস্ট টি পরে যায়। এর পর পিআইবি ফ্যাক্ট চেক-এর তদন্তে এটি মিথ্যা প্রমাণিত হয়। এ প্রসঙ্গে পিআইবি ফ্যাক্ট চেক সংস্থার তরফ থেকে টুইট করে জানানো হয়েছে, ” একজন ট্যুইটার ইউজার একটি লাক্সারি এয়ারক্র্যাফটের ভিতরকার ছবি পোস্ট করে দাবি করেছেন যে, এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিমানের ভিতরকার ছবি। আমরা তথ্য যাচাই করে দেখে এই দাবিকে ভিত্তিহীন পেয়েছি। এই ছবি একটি প্রাইভেট ড্রিমলাইন বিমানের। এই বিমান বোয়িংয়ের তরফ থেকে বানানো হয়েছে। আর এটি প্রধানমন্ত্রীর বিমানের ছবি না।” আর এভাবেই প্রধানমন্ত্রীর নামে মিথ্যা অভিযোগ আনতে শেষ পর্যন্ত নিজেকেই হাস্যস্পদ করে ফেলেন মধ্যপ্রদেশের প্রাক্তন শাসকদলের এই প্রাক্তন মন্ত্রী মহোদয়। আপনার মতামত জানান -