এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > আব্বাস সিদ্দিকীকে কড়া আক্রমণ ফিরহাদের, জেনে নিন

আব্বাস সিদ্দিকীকে কড়া আক্রমণ ফিরহাদের, জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একদিকে বিজেপির চাপ এবং অন্যদিকে বাম সংযুক্ত মোর্চার জোট, এই দুই শক্তিকে মোকাবিলা করতে গিয়ে রীতীমত অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের অন্যতম বড় সম্পদ সংখ্যালঘু ভোট। কিন্তু সেই সংখ্যালঘু ভোটকে এবার হাতিয়ার করে এগিয়ে যেতে শুরু করেছে সংযুক্ত মোর্চার অন্যতম শরিক আইএসএফ। ইতিমধ্যেই পাথর প্রতিমার জনসভা থেকে সেই আইএসএফকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার সেই সংযুক্ত মোর্চার জোট শরিককে কড়া ভাষায় আক্রমণ করলেন কলকাতা বন্দরের তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিম।

সূত্রের খবর, এদিন ভাঙ্গড়ে তৃণমূল প্রার্থী রেজাউল করিমের জনসভায় অংশ নেন ফিরহাদ হাকিম। আর সেখান থেকেই সংখ্যালঘু ভোট নিয়ে মন্তব্য করতে দেখা যায় তাকে। যে মন্তব্যের মধ্যে দিয়ে আইএসএফকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। ফিরহাদ হাকিম বলেন, “সংখ্যালঘু ভোট ভাগ করে আখেরে বিজেপির সুবিধা করে দিতে চাইছে আইএসএফ। তাদের মধ্যে কত টাকা লেনদেন হয়েছে, তা সাধারন মানুষ জানতে চাইছে।”

পাশাপাশি আব্বাস সিদ্দিকীকেও আক্রমণ করেন ফিরহাদ হাকিম। তিনি বলেন, “আপনি ফুটবল খেলতে নেমেছেন‌। কিন্তু কেউ আপনাকে ধরতে পারবে না বলে যদি ধরে নেন, তাহলে মনে রাখবেন বিপরীতে আমরা আছি। বলে লাথি আমরাও মারব। তখন যদি কয়েকটা আপনার গায়ে লেগে যায়, দয়া করে ক্ষমা করে দেবেন।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অর্থাৎ ফিরহাদ হাকিম এই কথা বলে বুঝিয়ে দিতে চাইলেন, সংখ্যালঘু ভোট নিয়ে যতই মাতামাতি করা হোক না কেন, এই ভোট তারা নিজেদের দখলে রাখতে রীতিমত চেষ্টা শুরু করে দিয়েছেন। তবে সংযুক্ত মোর্চার অন্যতম শরিক আইএসএফকে আক্রমণ করে রীতিমত শোরগোল ফেলে দিলেন ফিরহাদ হাকিম বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

পর্যবেক্ষকদের মতে, গত লোকসভা নির্বাচনে তৃণমূলের মুখ রক্ষা হয়েছে সংখ্যালঘু ভোটের জন্য। তাই এবারের বিধানসভা নির্বাচন যখন বাংলার মসনদ দখলের লড়াই, তখন সেই লড়াইয়ে অবতীর্ণ হতে এই সংখ্যালঘু ভোট বড় হাতিয়ার তৃণমূল কংগ্রেসের কাছে। আর সেই কারণেই লড়াইয়ে উত্তীর্ণ হতে সংযুক্ত মোর্চার অন্যতম শরিক আইএসএফকে কাঠগড়ায় দাঁড় করালেন তৃণমূল নেতা ফিরহাদ হাকিম। এক্ষেত্রে বিজেপির সঙ্গে তাদের সমঝোতা হয়েছে বলেও বিস্ফোরক অভিযোগ করলেন তিনি। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!