এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিজেপিকে কুরুচিকর, আপত্তিজনক ভাষায় আক্রমণ মুখ্যমন্ত্রীর, সরব রাজনীতি মহল

বিজেপিকে কুরুচিকর, আপত্তিজনক ভাষায় আক্রমণ মুখ্যমন্ত্রীর, সরব রাজনীতি মহল


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামীকাল থেকে শুরু হতে চলেছে রাজ্যের প্রথম দফার নির্বাচন। প্রথম দফার একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে সমস্ত রাজনৈতিক দলের। শেষ মুহূর্তে প্রচারে ঝড় তুলছেন বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব। একদিকে যেমন নিজের দলের প্রতি চলছে জনসংযোগ, অন্যদিকে তেমনি প্রতিদ্বন্দ্বি দলের প্রতি চলছে নানা অভিযোগ বর্ষণ ও কটাক্ষের পালা। এই পর্যায়ে গতকাল পাথরপ্রতিমাতে জনসভা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে আপত্তি জনক, কুরুচিকর ভাষায় তিনি আক্রমণ করেছেন প্রধান প্রতিপক্ষ বিজেপিকে।

গতকাল পাথরপ্রতিমার সভা থেকে বিজেপিকে আক্রমণ করতে গিয়ে প্রায় মেজাজ হারাতে দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। জনতার উদ্দেশ্যে তাঁকে বলতে শোনা যায় যে, কেউ যদি কারো কাছ থেকে ৫০০ টাকা নেয়, তাহলে বলা হচ্ছে যে, তৃণমূলের সকলে চোর। এরপরই তিনি জানান, ” আমি চোর ? আমি খুনি ? আমি ডাকাত ? আমি মানুষকে জীবন দিয়ে ভালোবাসি। আর তুমি শালা খুনিদের রাজা, খুনিদের জমিদার, ডাকাতদের জমিদার। সব টাকা খেয়ে নিয়েছো।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গতকাল, সরাসরি নাম না করেও, যে ভাষায় মুখ্যমন্ত্রী আক্রমণ করেছেন বিজেপিকে, তা নিয়ে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। রাজনৈতিক বিশ্লেষকেরা জানাচ্ছেন যে, স্বয়ং মুখ্যমন্ত্রীর মুখে এ ধরনের ভাষা একেবারেই অনভিপ্রেত। সম্প্রতি নানা জনসভা থেকে প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যের শাসকদলের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছেন, কাঠগড়ায় তুলেছেন মুখ্যমন্ত্রীকে, কিন্তু কখনোই এ ধরনের কুরুচিকর ভাষায় ব্যক্তি আক্রমণ করেননি।

বরং মুখ্যমন্ত্রীকে কখনো দিদি বলে, কখনো মাননীয়া বলে সম্বোধন করতে দেখা গেছে বিজেপির শীর্ষ নেতৃত্বকে। একাধিক বিশ্লেষণ জানাচ্ছেন, গতকাল মুখ্যমন্ত্রী যে ভাষায় বিজেপিকে আক্রমণ করেছেন, তা শালীনতার সীমা ছাড়িয়ে গেছে। তাই মুখ্যমন্ত্রীর কাছে এ ধরনের ভাষা একেবারেই অনভিপ্রেত বলে, বহু বিশ্লেষকদের দাবি। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে বিরোধী শিবিরকে।

এ প্রসঙ্গে সিপিএম নেতা শমীক লাহিড়ী জানালেন যে, একজন মুখ্যমন্ত্রীর মুখের ভাষা যদি এরকম হয়, তাহলে বোঝাই যাচ্ছে, এই দলের কি সংস্কৃতি। অন্যদিকে, এ প্রসঙ্গে রাজ্য বিজেপি নেতা সায়ন্তন বসু জানালেন যে, তিনি বাংলার মানুষের কাছে অনুরোধ করতে চান যে, তাঁরা যেন ভোটের কিছুদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শিশুদের সামনে না শোনেন। কারণ, শিশুদের মনে এ ধরনের বক্তব্যের প্রভাব পড়বে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!