এখন পড়ছেন
হোম > জাতীয় > নাগরিকত্ব ইস্যুতে দলের বিরোধীতা, মানতে না পেরে দল ছাড়লেন হেভিওয়েট নেতা!

নাগরিকত্ব ইস্যুতে দলের বিরোধীতা, মানতে না পেরে দল ছাড়লেন হেভিওয়েট নেতা!

সংসদে নাগরিকত্ব সংশোধনী বিল পাস হওয়ার পরেই তাতে স্বাক্ষর করে দিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। যার ফলে রাষ্ট্রপতি স্বাক্ষর হয়ে যাওয়ার পরেই সেই বিল আইনে পরিণত হয়ে গিয়েছে। এদিকে এই আইন প্রতিষ্ঠিত হওয়ার পরই দেশের বিভিন্ন প্রান্তে বিরোধী রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে তা বাতিল করার দাবি জানানো হয়েছে।

পাশাপাশি বিজেপির বিরুদ্ধে এই ইস্যুকে কাজে লাগিয়ে সরব হয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। দেশের প্রধান বিরোধী দল কংগ্রেস ইতিমধ্যেই এই ইস্যুতে বিজেপির প্রবলভাবে বিরোধিতা করছে। তবে এবার কংগ্রেসের অস্বস্তি বাড়িয়ে নাগরিকত্ব সংশোধনী আইনে সম্মতি জানিয়ে কংগ্রেস থেকে পদত্যাগ করলেন চারজন হেভিওয়েট কংগ্রেস নেতা।

সূত্রের খবর, গোয়ার পানাজি ব্লক কংগ্রেস কমিটির সভাপতি প্রমোদ অমোঙ্কার, উত্তর গোয়ার সংখ্যালঘু সেলের প্রধান জাভেদ শেখ, ব্লক কমিটির সম্পাদক দীনেশ কুবাল এবং প্রাক্তন কংগ্রেসের যুব নেতা শিবরাজ তারকার হাত শিবির থেকে পদত্যাগ করেছেন। আর চার কংগ্রেস নেতা দল ছাড়ার সাথে সাথেই জানিয়ে দিয়েছেন যে, নাগরিকত্ব ইস্যুতে কংগ্রেস বিজেপির বিরোধিতা করছে। কিন্তু এই ইস্যুকে তারা সমর্থন করেন। আর তাই তারা কংগ্রেস ছেড়েছেন।

এদিন এই প্রসঙ্গে দল ছাড়ার সময় প্রসাদ অমোঙ্কার বলেন, “নাগরিকত্ব সংশোধনী নিয়ে কংগ্রেসের যে ভুল অবস্থান, আমরা তার বিরোধিতা করছি। বিরোধী হিসেবে আমাদের সমালোচনা করা দরকার এবং শুধুমাত্র বিরোধিতা করার জন্য কোনো কিছুর বিরুদ্ধতা করা উচিত নয়। নাগরিকত্ব সংশোধনী আইনকে স্বাগত জানানো উচিত। মানুষকে ভুল বোঝো এবং সংখ্যালঘুদের মাঝে আতঙ্কের সৃষ্টি করা, শুধু রাজনৈতিক সুবিধা পাওয়ার জন্য কংগ্রেসের এই খেলা বন্ধ করা দরকার। আমরা সকলে নাগরিকত্বের বিরুদ্ধে কংগ্রেসের প্রতিবাদে সামিল হয়েছিলাম। কিন্তু উপলব্ধি করলাম যে, নেতৃত্ব তাদের বক্তব্যের মধ্যে দিয়ে সংখ্যালঘুদের মনে ভয় সঞ্চার করছে, যেটা ঠিক নয়।”

বিশেষজ্ঞদের একাংশ বলছেন, যখন বিরোধী রাজনৈতিক দলগুলো বিশেষত কংগ্রেস এর বিরোধিতা করে বিজেপিকে চাপে ফেলতে উদ্যোগী, ঠিক তখনই কংগ্রেসের চার নেতা যেভাবে দল ছাড়লেন, তাতে হাত শিবির চরম বিপাকে পড়ল। নাগরিকত্ব সংশোধনী আইনকে সমর্থন করে কংগ্রেসের চার নেতা দল ছাড়াতে কংগ্রেসের বিজেপির বিরোধিতা নিয়ে যেমন প্রশ্ন উঠল, ঠিক তেমনই দলের অন্দরেও বড়সড় ফাটল দেখা দিল বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!