মমতা বন্দ্যোপাধ্যায়ের নাক কাটবেন বিজেপি নেতা? জাতীয় বিশেষ খবর রাজ্য November 25, 2017 এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নাক কাটার নিদান দিলেন বিজেপি নেতা। হ্যাঁ ঠিকই পড়ছেন।সুরজ পাল অমূ নামের হরিয়ানার এক বিজেপি নেতা এই নিদান দিয়েছেন বলে দাবি করেছে এক ওয়েব পোর্টাল। ওই পোর্টালের খবর অনুযায়ী শুধু নাক কাটার নিদান দিয়েই থামেন নি তিনি, সাথে মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘শূর্পনখার’ সঙ্গে তুলনাও করেছেন তিনি। পদ্মাবতী ছবি নিয়ে গোটা ভারত তোলপাড়, কোথাও মুক্তি পাচ্ছে না ছবিটি। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ট্যুইট করে বলেন, পদ্মাবতী নিয়ে বিতর্ক শুধু দুর্ভাগ্যজনক নয়, এটি একটি রাজনৈতিক দলের সুচিন্তিত পরিকল্পনা৷ জনগণের মতপ্রকাশের স্বাধীনতা খর্বের পরিকল্পনা৷ এই ‘সুপার এমারজেন্সি’র নিন্দা করছি৷ চলচ্চিত্র জগতের সবাই একযোগে প্রতিবাদ করুন৷ এছাড়া তিনি কলকাতাতেও পদ্মাবতীকে আমন্ত্রণ জানিয়েছেন। যার জেরেই এই মন্তব্য করেছেন ওই বিজেপি নেতা বলে খবর। যদিও বিজেপি নেতার ওই মন্তব্যেই রাজনৈতিক মহলে নিন্দার ঝড় উঠেছে। এই নিয়ে মুখ্যমন্ত্রী বা তৃণমূলের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায় নি। আপনার মতামত জানান -