এবার খুনের ঘটনায় যুক্ত শাসকদলের বিধায়ক! প্রমান করবেন মুকুল রায়? বিশেষ খবর রাজ্য November 25, 2017 বিজেপি রাজ্য সদর দপ্তরে আজ সাংবাদিক বৈঠক শেষে ইঙ্গিত পূর্ণ ভাবে বিজেপি নেতা মুকুল রায় জানান তাঁর কাছে এমন এক ভিডিও আছে, যাতে করে তিনি প্রমান করতে পারেন এক বিধায়কের পুত্র নিজের মুখে জানাচ্ছেন তাঁর বাবা খুন করেছেন! সেই ভিডিও তিনি সাংবাদিকদের দেখাবেন। যদিও সেই ভিডিও এখনো তিনি প্রকাশ্যে আনেননি। তবে তিনি তা আজই সাংবাদিকদের সামনে নিয়ে আসবেন বলে জানিয়েছেন। আপনার মতামত জানান -