এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “দেড় মিনিটে কিভাবে মনোনয়ন সম্ভব!” তৃণমূলের মনোনয়ন পেশ নিয়ে বড় প্রশ্ন !

“দেড় মিনিটে কিভাবে মনোনয়ন সম্ভব!” তৃণমূলের মনোনয়ন পেশ নিয়ে বড় প্রশ্ন !


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে মনোনয় পর্ব শুরু হওয়ার প্রথম দিন থেকে সেভাবে তৃণমূলকে মনোনয়ন পেশ করতে দেখা যায়নি। তবে শেষ দুদিন যেভাবে মনোনয়ন পেশ করে প্রথম স্থানে পৌঁছে গিয়েছে তৃণমূল কংগ্রেস, তা নিয়েই প্রশ্ন করছে বিরোধীরা। তাদের দাবি, এত দ্রুত কিভাবে বিপুল মাত্রায় মনোনয়ন পেশ করলো তৃণমূল কংগ্রেস! তাহলে কি প্রশাসনের পক্ষ থেকে গোপনে তাদের প্রার্থীদের কাছে ফর্ম পৌছে দেওয়া হয়েছে! আর এবার সেই ব্যাপারেই প্রশ্ন তুলে দিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার।

প্রসঙ্গত, এদিন এই ব্যাপারে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, “আমরা তো আশ্চর্য হচ্ছি, এত দ্রুত তৃণমূলের পক্ষ থেকে কিভাবে মনোনয়ন জমা করা হলো! আপনারাই বলুন, এটা কি সম্ভব! দুই মিনিটের কম সময়ে, দেড় মিনিটের মধ্যে এক একটা মনোনয়ন পেশ করা হয়েছে। তাহলে কিভাবে এটা সম্ভব! তাহলে কি গোপনে রাত্রিবেলা ফর্ম পৌঁছে দিয়ে সেই ফর্ম ফিল আপ করে তা ডিএম অফিসে পৌঁছে দেওয়া হয়েছে! গোটা ঘটনার ভিডিও খতিয়ে দেখা উচিত।”

বলা বাহুল্য, তৃণমূলের পক্ষ থেকে এত কম সময় দ্রুত মনোনয়ন পেশ করা নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার আশঙ্কা, প্রশাসনিক ব্যবস্থাকে কাজে লাগিয়ে তৃণমূল নেতাদের বাড়িতে নমিনেশন ফর্ম পৌঁছে দেওয়া হয়েছিল। আর এবার সেই একই সুরে তৃণমূলকে কটাক্ষ ছুড়ে দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!