এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > মুকুল রায়ের প্রতি ক্ষোভের বহিঃপ্রকাশে এ কি করলেন বিজেপি কর্মীরা? তীব্র সমালোচনা রাজনৈতিক মহলে

মুকুল রায়ের প্রতি ক্ষোভের বহিঃপ্রকাশে এ কি করলেন বিজেপি কর্মীরা? তীব্র সমালোচনা রাজনৈতিক মহলে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনে বিজেপির হারের পর থেকেই ক্রমশ তীব্র হচ্ছিল বিজেপির ভাঙনের গুঞ্জন। পাশাপাশি মুকুল রায়ের বিজেপি ছাড়া নিয়েও আশঙ্কা ঘনীভূত হচ্ছিল। শেষ পর্যন্ত অবশ্য যাবতীয় জল্পনাকে বাস্তবায়িত করে মুকুল রায় ফিরে ফিরে আসেন তাঁর দীর্ঘদিনের পুরনো দল তৃণমূলে। তিনি নিজে একা আসেননি, সাথে এসেছেন তাঁর ছেলে শুভ্রাংশু রায়কেও। আর এই ঘটনাটি যে বিজেপি মোটেই ভাল চোখে দেখেনি তা গেরুয়া শিবিরের একের পর এক হেভিওয়েট নেতাদের প্রতিক্রিয়া থেকেই বোঝা গিয়েছে। তবে এবার রাজ্য দেখল ক্ষোভের বহিঃপ্রকাশের অন্য রাস্তা।

আর এবার রাজ্য রাজনীতিতে প্রতিবাদের অন্য রূপ দেখা গেলো। মুকুল রায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে আজকে কলকাতার মুরলীধর সেন লেনের বিজেপির রাজ্য কার্যালয়ের সামনে মুকুল রায়ের ছবি সাজিয়ে তাঁর শ্রাদ্ধ কাজ সম্পন্ন হলো বিজেপি যুব মোর্চার নেতৃত্বে। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। পাশাপাশি জীবিত মানুষের এভাবে শ্রাদ্ধ করা নিয়ে সমালোচনা চলছে বিভিন্ন মহলে। তবে রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন, মুকুল রায়ের চলে যাওয়ার ফলে যে হতাশা তৈরী হয়েছে, এখান থেকেই এই ধরনের ঘটনা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত রাজনৈতিক বিশ্লেষকদের মতে, গেরুয়া শিবিরের পক্ষ থেকে মুকুল রায়ের চলে যাওয়া নিয়ে যাই বলা হোক না কেন, কার্যত বিজেপির সাংগঠনিক শক্তি যে অনেকটাই কমে যাচ্ছে সে কথা বলতেই হবে। আর সেই রাগ, দুঃখ, হতাশা থেকেই মুকুল রায়ের প্রতি ক্ষোভ তৈরি হয়েছে বিজেপি কর্মীদের, আর সেখান থেকেই এই ঘটনা। তবে শুধু শ্রাদ্ধানুষ্ঠান করেই থেমে থাকেননি বিজেপির যুব মোর্চার কর্মীরা। একইসাথে তাঁরা দলের কার্যালয় গঙ্গাজল দিয়ে ধুয়েছেন।

এই ঘটনা যে শুধুমাত্র ক্ষোভের বহিঃপ্রকাশ, সে ব্যাপারে কোন দ্বিমত নেই রাজনৈতিক মহলের। তবে ক্ষোভের বহিঃপ্রকাশ দেখাতে গিয়ে জীবিত মানুষের শ্রাদ্ধানুষ্ঠান করে দেওয়া কোথাও না কোথাও গেরুয়া শিবিরের অন্দরেও অস্বস্তির সৃষ্টি করেছে বলে মনে করছেন রাজনৈতিক মহলের অনেকেই। আপাতত এই ঘটনা নিয়ে তৃণমূল কিংবা মুকুল রায়ের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি। তবে এই ঘটনার রেশ যে আগামী দিনে বহাল থাকবে তৃণমূল এবং বিজেপির তীব্র রাজনৈতিক দ্বন্দ্বের মধ্যে দিয়ে, সে ব্যাপারে একমত ওয়াকিবহাল মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!