এখন পড়ছেন
হোম > জাতীয় > বাঙালির মন জয়ে মহাপুরুষদের বিশেষ শ্রদ্ধা জানাবার পরিকল্পনা বিজেপির

বাঙালির মন জয়ে মহাপুরুষদের বিশেষ শ্রদ্ধা জানাবার পরিকল্পনা বিজেপির


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বিজেপিকে বারবার বহিরাগতের দল বলে কটাক্ষ করেছে রাজ্যের শাসক দল তৃণমূল। আর নিজেদের শরীর থেকে বহিরাগতর দাগ ধুয়ে ফেলতে বারবার বাংলার সংস্কৃতি ও বাংলার মহাপুরুষকে শ্রদ্ধা জানিয়েছে, কাছে টেনে নিয়েছে বিজেপি। বাংলার মহাপুরুষকে শ্রদ্ধা জানিয়ে বাঙালির মনজয়ে তৎপর হয়ে উঠেছে বিজেপি। এবার বিজেপির ইশতেহারেও মহাপুরুষদের শ্রদ্ধা জানাতে বেশকিছু পরিকল্পনা রয়েছে বিজেপির।

গতকাল প্রকাশিত হয়েছে বিজেপির নির্বাচনী ইশতেহার। এই ইশতেহারে জানানো হয়েছে যে, আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি জয় লাভ করলে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নামে নোবেল পুরস্কারের আদলে এক বিশেষ পুরস্কার চালু করা হবে। আবার সত্যজিৎ রায়ের অস্কারের আদলেও এক বিশেষ সম্মান চালু করা হয় হবে। এর সঙ্গে সঙ্গেই মহাপ্রভু শ্রীচৈতন্য, নেতাজি সুভাষচন্দ্র বসুকে শ্রদ্ধা জানিয়েও রয়েছে বেশকিছু ঘোষণা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, বিজেপি দলটি তৈরি হয়েছিল জনসংঘের ছত্রছায়ায়, যার প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তাই বিজেপি হলো বাঙালির দল। ইতিপূর্বে, নেতাজিকে বিশেষ শ্রদ্ধা জানিয়ে পরাক্রম দিবসের ঘোষণা করেছে বিজেপি। অন্যদিকে রবীন্দ্রনাথ ঠাকুরকেও বেশ কয়েকবার শ্রদ্ধা জানিয়েছে বিজেপি নেতৃত্ব। গতকাল বিজেপির প্রকাশিত ইস্তেহারে রয়েছে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পুরস্কারের আদলে টেগোর প্রাইজ চালু করার পরিকল্পনা। বিশ্বের বিভিন্ন ক্ষেত্রে কৃতীদের সম্মান জানানো হবে এই পুরস্কার দিয়ে।

বিজেপির ইশতেহারে জানানো হয়েছে, বিজেপি ক্ষমতায় এলে সত্যজিৎ রায়ের নামে অস্কারের আদলে এক বিশেষ সম্মান চালু করা হবে। এর সঙ্গে সঙ্গেই নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনকে পরাক্রম দিবস হিসাবে বিশেষ জাঁকজমকের সঙ্গে প্রতি বছর পালন করা হবে। আবার মহাপ্রভু শ্রী চৈতন্য দেবের নামে আধ্যাত্বিক প্রচার কেন্দ্র নির্মাণ করা হবে। আবার মহানায়ক উত্তমকুমারের নামে সোনারপুরে নির্মাণ করা হবে ফিল্ম সিটি। এভাবেই বাঙালির মহাপুরুষদের সম্মান জানিয়ে বাঙালির মনজয় করতে বিশেষভাবে তৎপর রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!