এখন পড়ছেন
হোম > জাতীয় > মোদী ম্যাজিক ভ্যানিশ গুজরাটে, চিন্তিত বিজেপি শিবির

মোদী ম্যাজিক ভ্যানিশ গুজরাটে, চিন্তিত বিজেপি শিবির


গত 21 অক্টোবর মহারাষ্ট্র ও হরিয়ানায় বিধানসভা নির্বাচন হয়ে গেল। পাশাপাশি গোটা দেশের মোট 53 টি আসনে উপনির্বাচন হয় ওই একই দিনে। এদিন মহারাষ্ট্র, হরিয়ানার বিধানসভা নির্বাচনের ফলাফলের সাথে সাথে গোটা দেশের 53 টি আসনের উপনির্বাচনের ফলাফল ঘোষণা হয়। বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে ইতিমধ্যে কপালে ভাঁজ বিরোধী শিবিরের।

যদিও লোকসভা ভোটের পরে বিধানসভা নির্বাচন ও উপ নির্বাচনের প্রস্তুতি হিসেবে জোরদার নির্বাচনী প্রচার শুরু করেছিলো বিজেপি শিবির। তবে রাজনৈতিক মহলের দাবি, বিধানসভা নির্বাচন ও উপনির্বাচনের ফলাফল বিজেপি শিবিরকে খুশি করলেও অপর্যাপ্ত খুশি দিতে পারেনি।

মহারাষ্ট্র, হরিয়ানা বিধানসভার ফলাফল এর সঙ্গে এদিন গোটা দেশের 53 টি আসনের উপনির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে। যার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ ছিল গুজরাট। আর এই গুজরাটকে কেন্দ্র করেই উপনির্বাচনের ফলাফল নিয়ে বিজেপি শিবিরে চরম হতাশা দেখা গেছে। কারণ রাজনৈতিক প্রেক্ষাপটে অতি তাৎপর্যপূর্ণভাবে গুজরাট উপ-নির্বাচনের ক্ষেত্রে শেষ হাসি হাসলেন রাহুল শিবির অর্থাৎ কংগ্রেস।

গুজরাটের 6 টি আসনের মধ্যে কংগ্রেস জিতে নিয়েছে চারটি আসন। বিজেপি শাসিত গুজরাট রাজ্যে উপনির্বাচনে মাত্র দু’টি আসনে জয় পেয়েছে বিজেপি। নিঃসন্দেহে এই ঘটনা বিজেপি শিবিরকে নাড়িয়ে দিয়েছে। 2019 এর লোকসভা ভোটে যেখানে সারাদেশের মধ্যে মোদী ঝড় উঠেছিল, সেখানে মোদির নিজের কেন্দ্র গুজরাটের এই ফলাফলে খুব স্বাভাবিক ভাবেই বিজেপি শিবির চিন্তিত।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন গুজরাটের বনসকন্ঠা থারাড, পাতানের রাধানপুর, মেহেসেনার খেরালু, আরাবল্লীর বায়াদ, আমেদাবাদের আমরাইওয়ারীতে এদিন উপনির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। ফলাফল ঘোষণার প্রাথমিক অবস্থায় দেখা যায় বিজেপি ও কংগ্রেসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। কিন্তু শেষ পর্যন্ত গুজরাটে কংগ্রেস বাজিমাত করে।

আপাতত গুজরাটের এই ফলাফল দেশের শাসক শিবিরকে যথেষ্ট ভাবিয়ে তুলেছে। গুজরাট এমনিতেই মোদী গড় নামে পরিচিত। এহেন মোদী গড়ে বিজেপির ইন্দ্রপতন যথারীতি রাজনৈতিক প্রেক্ষাপটে অন্য রকম প্রশ্ন তুলে দিয়েছে। দেশের সবকটি উপ-নির্বাচন ও বিধানসভা নির্বাচনকে ঘিরে বিজেপি শিবির যথেষ্ট আত্মবিশ্বাসী ছিল।

কিন্তু ভোটের রেজাল সেই আত্মবিশ্বাসে চিড় ধরিয়েছে। আপাতত গুজরাটের ফলাফল নিয়ে ও দেশের অন্যান্য বিধানসভার ফলাফল নিয়ে বিজেপি হাইকমান্ড দলীয় বৈঠকে বসেছে। গুজরাট নিয়ে বিজেপির হেডকোয়ার্টার আপাতত কোন বিশেষ পদক্ষেপ নেয় সে দিকে তাকিয়ে এখন দেশের রাজনৈতিক মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!