এখন পড়ছেন
হোম > রাজ্য > মহারাষ্ট্র কিংবা হরিয়ানায় বিজেপির ফল নিয়ে চুপ মমতা ও তাঁর দল, জল্পনা তুঙ্গে

মহারাষ্ট্র কিংবা হরিয়ানায় বিজেপির ফল নিয়ে চুপ মমতা ও তাঁর দল, জল্পনা তুঙ্গে


2019 এর লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপির 18 টা আসন পাওয়া এবং সারা দেশে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপির সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরই ইভিএমের ব্যাপারে সন্দেহ প্রকাশ করতে দেখা গিয়েছিল তৃণমূলের নেতাদের। এমনকি বিজেপির এই জয় কতটা সঠিক পথে হয়েছে, তা নিয়েও প্রশ্ন তুলে সরব হয়েছিলেন তারা।

শুধু তাই নয়, বর্তমানে প্রায় বিভিন্ন ইস্যুতে বিজেপির বিরুদ্ধে মন্তব্য করতে দেখা যাচ্ছে তৃণমূলকে। কিন্তু আশ্চর্যজনকভাবে যখন হরিয়ানা এবং মহারাষ্ট্রে বিজেপির ফল কিছুটা হলেও খারাপ হয়েছে, তখন এই ব্যাপারে কোনো মন্তব্য করতে দেখা গেল না তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল তৃণমূল কংগ্রেসের নেতা- নেত্রীদের। যা নিঃসন্দেহে জল্পনা সৃষ্টি করেছে রাজনীতিবিদদের অন্দরমহলে।

অনেকেই বলছেন, হরিয়ানা এবং মহারাষ্ট্রে বিজেপি ভালো ফল করার ব্যাপারে আশাবাদী হলেও যেভাবে জোট শরিকদের নিয়ে কোনোক্রমে ক্ষমতায় এসে মুখ রক্ষা হয়েছে তাদের, তাতে কেন রাজনীতিতে প্রবল বিরোধী বিজেপির বিরুদ্ধে কোনোরূপ কটাক্ষ করতে দেখা গেল না তৃনমূলকে! তাহলে কি এবার বিজেপির প্রতি সুর করতে শুরু করল তৃণমূল! আর তাই বাংলার প্রতিবেশী রাজ্য হরিয়ানা বা মহারাষ্ট্রে বিজেপি চাপে পড়লেও সেই ব্যাপারে কোনরূপ মুখ খুলতে চাইছে না তারা!

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশেষজ্ঞদের একাংশ বলছেন, এতদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শদাতা হিসেবে প্রশান্ত কিশোর ছিলেন না। আর তাই তো কিছু না জেনেই তাই প্রতি ইস্যুতেই বিজেপি বিরোধিতায় সরব হন তৃণমূল নেত্রী। কিন্তু এবার হয়ত বা সেই প্রশান্ত কিশোরের নির্দেশ মতই এই ব্যাপারে বিজেপির বিরুদ্ধে কোনো রকম মুখ না খুলে বরঞ্চ মুখে লাগাম লাগাতেই দেখা গেল গোটা তৃণমূল পরিবারকে।

তবে তৃণমূল কেন এই ব্যাপারে কোনো মন্তব্য করল না, তা নিয়ে অবশ্য অন্য যুক্তি খাড়া করছে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। তারা বলছেন, বাংলায় এখন তৃণমূলকে সরাতে মাঝেমধ্যেই একসুরে তৃণমূলের সমালোচনা করতে দেখা যাচ্ছে বাম-কংগ্রেস এবং বিজেপিকে।

তাই সেক্ষেত্রে পার্শ্ববর্তী রাজ্যে বিজেপি কিছুটা চাপে পড়লেও সেই বিজেপিকে তুলনা করে আদতে বিজেপিকে চাপে ফেলা হবে, নাকি কংগ্রেসকে সুবিধা পাইয়ে দেওয়া হবে, তা ঠিকমতো উপলব্ধি করতে না পেরেই বরঞ্চ এই ব্যাপারে নীরবতা পালন করল তৃণমূল কংগ্রেস বলে মত ওয়াকিবহাল মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!