এখন পড়ছেন
হোম > জাতীয় > বিজেপিতে যোগ দিতে চলেছেন 15 জন বিধায়ক – সামনে এল বড়সড় বিস্ফোরক তথ্য

বিজেপিতে যোগ দিতে চলেছেন 15 জন বিধায়ক – সামনে এল বড়সড় বিস্ফোরক তথ্য

লোকসভা নির্বাচনে সারা দেশে বিজেপি ঝড় প্রত্যক্ষ করা গেলেও সদ্য অনুষ্ঠিত হয়ে যাওয়া মহারাষ্ট্র এবং হরিয়ানায় বিজেপি সেইভাবে ফলাফল করতে পারবে না বলে দাবি করেছিল বিরোধী রাজনৈতিক দলগুলো। কিন্তু তাদের সেই দাবির উপরে উঠে সমস্ত বুথ ফেরত সমীক্ষা সহ গেরুয়া শিবিরের পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে, এখানে ফের ক্ষমতা দখল করতে চলেছে বিজেপি। আর বাস্তবেও তাই দেখা গেছে।

288 বিশিষ্ট মহারাষ্ট্র বিধানসভায় বিজেপি 105 টি এবং তাদের জোট শিবসেনা পেয়েছে 56 টি আসন। তবে পূর্বের থেকে এবার মহারাষ্ট্রে বিজেপির ফল অনেকটাই খারাপ হয়েছে বলে দাবি বিশেষজ্ঞদের। আর মহারাষ্ট্রে বিজেপির অস্তিত্ব দিনকে দিন ক্ষুণ্ন হচ্ছে বলে যখন দাবি করছে একাংশ, ঠিক তখনই নির্বাচনের ফলাফল পর্ব শেষ হওয়ার পরই এক বিস্ফোরক দাবি করে বসলেন মহারাষ্ট্রের বিজেপির মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ।

সূত্রের খবর, এদিন তিনি বলেন, “15 জন বিধায়ক আমার সঙ্গে যোগাযোগ রাখছেন এবং তারা বিজেপিতে আসতে তৈরি। তবে আরও অনেকে আসতে পারেন। কিন্তু এই 15 জন যে আসবে, সেই ব্যাপারে আমি নিশ্চিত।” শুধু তাই নয়, যে 15 জনের কথা দেবেন্দ্র ফড়নবিশ বলেছেন, তারা বেশিরভাগই শিবসেনা এবং বিজেপির বিক্ষুব্ধ বিধায়ক বলেও জানিয়ে দিয়েছেন তিনি।

পর্যবেক্ষকদের একাংশ বলছেন, মহারাষ্ট্রে বিজেপির ফলাফল খারাপ হওয়া নিয়ে যখন নানা মহলে নানা গুঞ্জন চলছে, ঠিক তখনই গোটা বিষয়টিকে ঘুরিয়ে দিয়ে নিজেদের শক্তি প্রদর্শনের জন্য 15 জন বিধায়ক তাদের দলে যোগদান করবেন বলে বিস্ফোরক দাবি করে রাজনীতিতে শোরগোল তুলে দিলেন দেবেন্দ্র ফড়নবিশ বলে মত ওয়াকিবহাল মহলের।

কিন্তু সত্যিই কি তাই যদি এই 15 জন বিধায়ক সত্যিই এবার বিজেপিতে যোগ দেয়, তাহলে যে দল থেকে তারা যোগ দেবে, তাদের শক্তি যেমন কমবে, ঠিক তেমনই বিজেপি আবার তাদের শক্তি বৃদ্ধি করতে পারবে বলে মনে করছে একাংশ।

এদিন এই 15 জন বিধায়কের তাদের দিকে আসা নিয়ে যেমন মন্তব্য করে জল্পনা বাড়িয়েছেন মহারাষ্ট্রের বিজেপি মুখ্যমন্ত্রী, ঠিক তেমনই তিনি বলেন, “বিজেপির ছয় মন্ত্রী হেরে গিয়েছেন। আমরা এই হারের কারণ খুঁজব। আজ জয় উদযাপনের দিন। সেটাই করা হোক। পরবর্তী পাঁচ বছরের জন্য আমরা মহারাষ্ট্রে একটি শক্তিশালী সরকার গঠন করব।”

তবে দলের ফলাফল খারাপ হলেও এদিন তাদের জয়ের জন্য ধন্যবাদ জানান দেবেন্দ্র ফড়নবিশ। সব মিলিয়ে ফলাফল শেষে এবার মহারাষ্ট্রের বিজেপি মুখ্যমন্ত্রীর 15 জন বিধায়ক বিজেপিতে আসার মন্তব্য ঠিক কতটা সত্যি হয়, সেদিকেই তাকিয়ে সকলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!