এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > “আমি আপনাদের ঘরের মেয়ে, বিজেপি মতো কালকেউটে নয়।” – ফালাকাটার সভা থেকে বিস্ফোরক মুখ্যমন্ত্রী

“আমি আপনাদের ঘরের মেয়ে, বিজেপি মতো কালকেউটে নয়।” – ফালাকাটার সভা থেকে বিস্ফোরক মুখ্যমন্ত্রী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ উত্তরবঙ্গে একাধিক জেলায় জনসভা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহারের দিনহাটার পর আলিপুরদুয়ারের ফালাকাটাতে সভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সভা থেকে একদিকে যেমন তিনি নিজের স্বরচিত কবিতা পাঠ করলেন, অন্যদিকে তেমনি তীক্ষ্ণ ভাষায় আক্রমণ করলেন প্রধান প্রতিপক্ষ বিজেপিকে। তিনি অভিযোগ করেন, নির্বাচনে বিজেপি বহিরাগত নিয়ে আসবে, নন্দীগ্রামে গতকাল তারা একই জিনিস করেছে। এরপর জনতার উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী জানালেন যে, তিনি হলেন তাঁদের ঘরের মেয়ে। বিজেপির মতো কালকেউটে নন তিনি।

মুখ্যমন্ত্রী জানালেন, বিজেপি এখন বেরিয়েছে টাকার থলি হাতে নিয়ে। হাজার হোটেল বিজেপি ভাড়া নিয়েছে। কত প্লেন, কত হেলিকপ্টার যে বিজেপি ভাড়া নিয়েছে? তা কেউ জানে না। তিনি জানালেন, বিজেপি বহিরাগতদের নিয়ে ভোট করবে পশ্চিমবঙ্গে। অসমে ভোট মিটে গেলেই সেখান থেকে বহিরাগতদের নিয়ে এখানে আসবে বিজেপি। নন্দীগ্রামে গতকাল একই জিনিস করেছে বিজেপি। এজন্য তিনি বুথে গিয়ে ছিলেন, যেখানে তিনি দেখতে পেয়েছেন যে, সবাই বহিরাগত।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ফালাকাটার সভা থেকে স্বাস্থ্য সাথী প্রকল্পের প্রসঙ্গ উত্থাপন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী জানালেন, আয়ুষ্মান ভারত প্রকল্প মাত্র ১ কোটি মানুষের কাছে গিয়ে পৌঁছেছে। কিন্তু স্বাস্থ্য সাথী প্রকল্প হল সবার জন্য। তিনি অভিযোগ করেছেন, লোকসভা নির্বাচনে জয়লাভ করলেও কোনো কাজই করেনি বিজেপি। লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গ থেকে অনেক আসনে জিতেছিল বিজেপি। কিন্তু কোনো কাজই করেনি। তৃণমূল একটি আসনও পায়নি, কিন্তু কোন কাজ ছাড়েনি।

মুখ্যমন্ত্রী জানালেন, তৃণমূলের চাপের কারণেই বিজেপি সিএএ করতে পারেনি। আবার এই জনসভা থেকে স্বরচিত কবিতা পাঠ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জনতার উদ্দেশ্যে তিনি জানালেন যে, জনতার নামে তাঁর লেখা কবিতা তিনি উৎসর্গ করবেন। এরপর তিনি তাঁর কবিতা পাঠ করলেন –

” মাগো তোমার ভালোবাসায় জীবন আমার ধন্য
মাগো তোমার সান্নিধ্যে হৃদয় আমার পূর্ণ
মাগো তোমার মিষ্টি হাসি দেখতে ভালোবাসি
তুমি যখন রাগ করো মা ভয়ে ভয়ে আসি
কখনও ভাবি ভয় পাব না, মা তো স্নেহ ভরা
ভুল করলেই ভয় পাই যে কখন পড়ব ধরা
জনম জনম মা যেন মোদের সাথেই থাকে
মার মুখ দেখেই জয় করব সারা জগৎটাকে, সারা বিশ্বটাকে।”

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!