এখন পড়ছেন
হোম > জাতীয় > স্বল্প সঞ্চয়ে সুদ কমানোর পরই সিদ্ধান্ত প্রত্যাহার, কেন্দ্রকে কড়া আক্রমণ মমতার!

স্বল্প সঞ্চয়ে সুদ কমানোর পরই সিদ্ধান্ত প্রত্যাহার, কেন্দ্রকে কড়া আক্রমণ মমতার!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে স্বল্প সঞ্চয়ে সুদ কমিয়ে দেওয়ার একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। যার ফলে মাথায় হাত পড়ে গ্রাহকদের। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতে শুরু করেন একাংশ। কিন্তু রাত্রিবেলা এই বিজ্ঞপ্তি জারি করলেও, হঠাৎ করেই সকালের মধ্যে ভুল করে সেই বিজ্ঞপ্তি জারি করে দেওয়া হয়েছিল বলে জানিয়ে দেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

স্বাভাবিক ভাবেই কিছুটা হলেও স্বস্তি পায় গ্রাহকরা। কিন্তু কেন নির্দেশিকা জারি করেও তা থেকে পিছিয়ে আসতে হল, তা নিয়ে কেন্দ্রকে কড়া ভাষায় আক্রমণ করতে শুরু করে বিরোধীরা। আর এই পরিস্থিতিতে এবার গোটা বিষয় নিয়ে মুখ খুললেন তৃণমূল নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে ভোটের ভাই ক্ষুদ্র সঞ্চয়ে সুদ কমিয়েও তা প্রত্যাহার করে নিয়েছে কেন্দ্র বলে অভিযোগ করলেন তিনি।

সূত্রের খবর, এদিন নির্বাচনী সভা করতে কোচবিহারে উপস্থিত হন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই সভা থেকেই কেন্দ্রীয় সরকারের পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলে দেন তিনি। বক্তব্য রাখতে গিয়ে বিজেপিকে আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “ভোটের ভয়েই ক্ষুদ্র সঞ্চয়ে সুদ কমিয়েও আচমকা সিদ্ধান্ত প্রত্যাহার করতে হয়েছে কেন্দ্রীয় সরকারকে। একদিন দেখবেন, ব্যাংকের টাকাও আচমকা উধাও হয়ে যাবে।” অর্থাৎ তৃণমূল নেত্রী নিজের বক্তব্যের মধ্যে দিয়ে বুঝিয়ে দিতে চাইলেন, কেন্দ্রীয় সরকার স্বল্প সঞ্চয়ের সুদ কমিয়ে দিতেই চেয়েছিল। কিন্তু নির্বাচনের ফলে তা থেকে পিছিয়ে এসেছে বিজেপি বলে অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পর্যবেক্ষকদের মতে, দক্ষিণবঙ্গের একাধিক আসনে ভোটের পর এবার উত্তরবঙ্গের একাধিক আসনে নির্বাচন রয়েছে। তাই তৃতীয় দফার নির্বাচনের আগে উত্তরবঙ্গের যে সমস্ত আসনে ভোট, সেখানে জনসভা করতে শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই সভা থেকেই বিজেপির বিরুদ্ধে সরব হতে দেখা যাচ্ছে তাকে।

যেখানে বক্তব্য রাখতে গিয়ে স্বল্প সঞ্চয়ে সুদ কমানোর পরেও যেভাবে তা প্রত্যাহার করে নেওয়া হল, তা নিয়ে বিজেপির কৌশলের কথা তুলে ধরলেন তৃনমূল নেত্রী। যেখানে ভোটের জন্য বিজেপি এই কাজ করেছে বলে দাবি করতে দেখা গেল তাকে। সব মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দাবির পরিপ্রেক্ষিতে বিজেপির পক্ষ থেকে পাল্টা কোনো প্রতিক্রিয়া আসে কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!