এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > হেভিওয়েট বিজেপি প্রার্থীর নির্বাচনী এজেন্টের সঙ্গে তৃণমূল যোগের অভিযোগ, তীব্র শোরগোল রাজনীতি মহলে

হেভিওয়েট বিজেপি প্রার্থীর নির্বাচনী এজেন্টের সঙ্গে তৃণমূল যোগের অভিযোগ, তীব্র শোরগোল রাজনীতি মহলে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর থেকে দলের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক বক্তব্য রাখতে দেখা গেছে ত্রিপুরা, মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথা বর্ষিয়ান বিজেপি নেতা তথাগত রায়কে। ইতিপূর্বে অধিক সংখ্যায় তারকা প্রার্থীদের দাঁড় করানো নিয়ে সরব হয়েছিলেন তিনি। এবার তিনি অভিযোগ করেছেন, বিজেপি প্রার্থী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের মুখ্য নির্বাচনী এজেন্টের সঙ্গে তৃণমূলের যোগাযোগ নিয়ে।

সম্প্রতি, নানা বিষয়ে দলের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছেন বর্ষিয়ান বিজেপি নেতা তথাগত রায়। মুকুল রায়ের তৃণমূলে ফিরে যাবার পর কৈলাস বিজয়বর্গীয়কেও তৃণমূলে নিয়ে নেবার কথা বলেছিলেন তিনি। এরপর ভোট পরবর্তী হিংসার কারণে ঘর ছাড়া হয়ে যাওয়া বিজেপি কর্মীদের ঘরে ফেরানো নিয়ে তিনি আশঙ্কার কথা জানিয়েছিলেন। ভোট-পরবর্তী হিংসায় বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গে তিনি যোগাযোগ করতে পারেননি বলেও, অভিযোগ করেছিলেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আবার, বিজেপির প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যুবার্ষিকীর দিনে তাঁর মূর্তিতে মাল্যদান করার পর তিনি জানিয়েছিলেন যে, রাজ্যে যেভাবে বিজেপি কর্মীদের ওপর অত্যাচার করা হচ্ছে, যেভাবে তাদের বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে, তাতে রাজ্যে কোন প্রশাসন আছে কিনা? সেটা বুঝতে পারছেন না তিনি। এখন কৈলাস বিজয়বর্গীয়, অরবিন্দ মেননের মতো নেতারা কোথায় রয়েছেন? এখন এদের মানুষের পাশে থাকা প্রয়োজন।

গতকাল রবিবার একটি টুইট করেছেন তথাগত রায়। যে টুইটে একটি ছবি পোস্ট করেছেন তিনি। যে ছবিতে দেখা যাচ্ছে যে, বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী ও টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের মুখ্য নির্বাচনী এজেন্ট সোহেল দত্ত কখনো রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের পাশে বসে রয়েছেন, আবার কখনো শোভন দেব চট্টোপাধ্যায়ের সঙ্গে এক মঞ্চে রয়েছেন।

আবার এনআরসি, সিএএ বিরোধী মিছিলেও একেবারে প্রথমেই যোগদান করতে দেখা যাচ্ছে সোহেল দত্তকে। এই ছবিগুলো প্রকাশ করে টুইট করে তথাগত রায় লিখেছেন যে, এটি হচ্ছেন সোহেল দত্ত, যিনি বেহালা পশ্চিমের বিজেপি প্রার্থী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের মুখ্য নির্বাচনী এজেন্ট ছিলেন। বাকিটা সকলকে বিচার করার কথা বলেছেন তিনি। এর সঙ্গে সঙ্গে তিনি প্রশ্ন করেছেন, তিনি জানতে চাইছেন যে, এটি সত্যি কিনা? তাঁর এই টুইট তীব্র শোরগোল ফেলে দিয়েছে রাজ্যের রাজনীতি মহলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!