এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > সর্বনাশ, তৃণমূলের দিল্লি যাত্রার পেছনে এত টাকা ব্যায়? প্রশ্নের মুখে শাসক দল!

সর্বনাশ, তৃণমূলের দিল্লি যাত্রার পেছনে এত টাকা ব্যায়? প্রশ্নের মুখে শাসক দল!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- তারা নাকি গরিবের দল! তাদের দলের নাকি টাকা পয়সা কিচ্ছু নেই! যতটুকু টাকা দিয়ে মিটিং মিছিল করতে হয়, তা মমতা বন্দ্যোপাধ্যায় ছবি বিক্রি করে এবং বইয়ের যে রয়্যালটি পান, তা দিয়েই নাকি দল চালান! কিন্তু যে দল সর্বভারতীয় তকমা খুইয়েছে, যে দলের নেত্রী বলেন, তারা গরীবের দল। সেই দলের দিল্লি যাত্রার খরচ দেখে রীতিমত চোখ কপালে উঠছে। যতদূর খবর পাওয়া যাচ্ছে, ট্রেন বাতিল হওয়ার পর দিল্লি যাত্রা নিয়ে প্রবল সংকটে রয়েছে তৃণমূল কংগ্রেস। এত সংখ্যক কর্মীকে তারা কলকাতায় নিয়ে এসেছে। কি বুঝিয়ে নিয়ে এসেছে, তা তারাই বলতে পারবেন। তবে দিল্লি যাত্রা এই পরিস্থিতিতে যদি শেষ পর্যন্ত বাতিল হয়ে যায়, তাহলে সেই কর্মীদের মধ্যে দল সম্পর্কে ভুল বার্তা যাবে। তাই একশোটির বেশি বাস ভাড়া করে এবার সেই কর্মীদের নিয়ে দিল্লি যাত্রার উদ্যোগ নিয়েছে তৃণমূল নেতৃত্ব।

বিরোধীদের অভিযোগ, এরা নাকি গরিবের দল! আর তারাই নাকি একশোটির বেশি বাস ভাড়া করে এত সংখ্যক কর্মীদের নিয়ে দিল্লির উদ্দেশ্যে রওনা দিচ্ছে? তাহলে এই বাসের যে বিপুল খরচ, তা কিভাবে বহন করছে শাসক দল! নাকি এই খরচের বোঝা কোনো এক বড় কোটিপতির ওপর চাপিয়ে দেওয়া হয়েছে? যাকে প্রতি মুহূর্তে হয়তো সহযোগিতা করেন রাজ্যের শাসক দল, তিনিই কি এই বাসের খরচ বহন করছেন! সেই প্রশ্ন তুলছে বিরোধী শিবির। বলা বাহুল্য, তৃণমূল স্বপ্ন দেখেছিলেন যে, তারা কর্মীদের নিয়ে গিয়ে দিল্লিতে আরও হিরো হওয়ার চেষ্টা করবে। কিন্তু তার জারিজুরি সব শেষ হয়ে গিয়েছে। শেষ পর্যন্ত ট্রেন বাতিলের খবর পেয়ে আরও উগ্রমূর্তি হয়ে তিনি জানিয়েছেন যে, তিনি যে করেই হোক, এই কর্মীদের নিয়ে দিল্লী যাবেন। শেষ পর্যন্ত একশোটির বেশি বাস ভাড়া করা হয়েছে। আর এখানেই প্রশ্ন, রাজ্যে সরকারি কর্মচারীদের ডিএ এই সরকার দিতে পারছে না। চাকরি নেই। কোষাগার নাকি একেবারেই শূন্য! ওদিকে লক্ষ্মীর ভান্ডার দিয়ে রাজ্যের মানুষের মেরুদন্ড ভেঙে দেওয়া হচ্ছে‌। কিন্তু এই পরিস্থিতিতে যে বিপুল বাস দিল্লির উদ্দেশ্যে রওনা দিচ্ছে, তার খরচ কোথা থেকে যাচ্ছে? তাহলে কি সেটা সরকারের কোষাগার থেকে যাচ্ছে! নাকি গরিবের দল বলে পরিচিত তৃণমূল কংগ্রেস সেই খরচ দিচ্ছে! এই প্রশ্ন ক্রমাগত প্রাসঙ্গিক হয়ে দাঁড়াচ্ছে বঙ্গ রাজনীতিতে।

পর্যবেক্ষকদের মতে, তৃণমূল কোন ইস্যু নিয়ে দিল্লির উদ্দেশ্যে রওনা দিচ্ছে? তাদের দাবি কি? তাদের দাবি, একশো দিনের কাজে কেন্দ্রীয় সরকার নাকি টাকা দিচ্ছে না! বাংলার আবাস যোজনায় কেন্দ্রীয় সরকার নাকি অর্থ বরাদ্দ করছে না। অর্থাৎ অর্থ না পেয়ে কার্যত বিক্রি হয়ে গিয়েছে রাজ্য সরকার। এসবই তৃণমূলের পক্ষ থেকে বোঝানোর চেষ্টা হচ্ছে। তাহলে যে বাসগুলো খরচ হচ্ছে এবং সেই খরচের পেছনে যে বিপুল টাকা খরচ করছে রাজ্যের শাসক দল, সেই টাকা থেকে রাজ্যের উন্নয়ন কি করা যেত না? তাহলে তো কেন্দ্র সম্পর্কে যে অভিযোগ তৃণমূলের পক্ষ থেকে করা হচ্ছে এবং যা নিয়ে তারা দিল্লি যাত্রা করছে, সেই অভিযোগ রাজ্যের মাটিতেই সমাধান হয়ে যেত। দিনের শেষে তেমনটাই বলছেন সমালোচক মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!