এখন পড়ছেন
হোম > জাতীয় > আরও একা হতে চলেছে গেরুয়া শিবির? আরও একঘরে মোদী-শাহরা? নতুন দাবিতে শোরগোল পরে গেল দেশজুড়ে

আরও একা হতে চলেছে গেরুয়া শিবির? আরও একঘরে মোদী-শাহরা? নতুন দাবিতে শোরগোল পরে গেল দেশজুড়ে


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  নয়াকৃষি আইনের প্রতিবাদে স্থানে স্থানে চলছে কৃষকদের বিক্ষোভ। গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারানসী থেকে নয়া কৃষি আইনের পক্ষে সভা করেছেন, ক্ষুব্ধ কৃষকদের শান্ত করতে। নয়া কৃষি আইন বাতিলের দাবি জানিয়েছিল বিজেপির পুরনো সঙ্গী অকালি দল। এই দাবিতে তাঁরা এনডিএ জোট ছেড়ে দেন। আর এবার নয়া কৃষি আইন প্রত্যাহারের দাবি জানিয়ে জোট ছাড়ার হুমকি দিল বিজেপির আরও এক শরিক। নয়া কৃষি আইন প্রত্যাহারের দাবি জানিয়ে রাজস্থানের রাষ্ট্রীয় লোকতান্ত্রিক দল বা আরএলপি এনডিএ জোট ছেড়ে বেরিয়ে আসার হুঁশিয়ারি দিল।

গতকাল রাষ্ট্রীয় লোকতান্ত্রিক দল বা আরএলপির প্রধান তথা রাজস্থানের জনৈক সাংসদ হনুমান বেনিওয়াল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ট্যাগ করে একটি টুইট করেছেন। যেখানে তিনি লিখেছেন যে, দেশজুড়ে কৃষকদের মতামতকে মেনে নিয়ে নয়া কৃষি আইনকে প্রত্যাহার করে দেয়া উচিত। সেই সঙ্গে তিনি জানিয়েছেন যে, স্বামীনাথন কমিশনের সমস্ত প্রস্তাবকে দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন। ক্ষুব্দ কৃষকদের সঙ্গে সরকারকে দ্রুত আলোচনায় বসার নির্দেশ দিলেন তিনি।

গতকাল তাঁর এই টুইটে রাজস্থানের সাংসদ হনুমান বেনিওয়াল আরও জানালেন যে, রাষ্ট্রীয় লোকতান্ত্রিক দল এনডিএ জোটে বিজেপির জোট সঙ্গী। এনডিএ জোটের ক্ষমতায় আসার পেছনে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছেন দেশের কৃষক ও জওয়ানেরা। তাই তাদের জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণ না করলে, রাষ্ট্রীয় লোকতান্ত্রিক দল এনডিএ জোটে থাকবে কিনা? সে বিষয়ে চিন্তাভাবনা করবেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, নয়া কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলন চলছে দেশের বিভিন্ন স্থানে। দিল্লির সীমান্ত অঞ্চলে ব্যাপকভাবে আন্দোলন করছে একাধিক কৃষক সংগঠন। এই সংগঠনগুলোর সঙ্গে আলোচনাতে বসার প্রস্তুতি নিচ্ছে কেন্দ্রীয় সরকার। কিন্তু শর্ত মেনে বৈঠকে বসতে রাজি নন কৃষকেরা। এই পরিস্থিতিতে নয়া কৃষি আইন প্রত্যাহার না করলে এনডিএ জোট ছেড়ে বেরিয়ে আসার হুমকি দিলেন আরএলপি প্রধান হনুমান বেনিওয়াল। আরএলপি যদি জোট ছেড়ে দেয়, তবে আরও আরো একা হয়ে পড়বে বিজেপি।

এদিকে, গত লোকসভা নির্বাচনে রাজস্থানে একটি আসনে জয়ী হয়েছে আরএলপি। রাজস্থান বিধানসভা নির্বাচনেও বেশ কিছু আসনে বিজয়ী হয়েছে তারা। আবার, রাজস্থানের ১০, ১৫ টি লোকসভা আসনে কৃষক, জাঠদের উপরে বিরাট প্রভাব রয়েছে আরএলপির। এই অবস্থায় যদি আরএলপি এনডিএ জোট ছেড়ে বেরিয়ে যায়, তবে এই আসনগুলিতে বিজেপি একটা বিরাট ধাক্কা খেতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এরফলে রাজস্থানে বিজেপির কোণঠাসা হয়ে পড়ার আশঙ্কা করছেন অনেকে।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!