এখন পড়ছেন
হোম > রাজ্য > পঞ্চায়েত আগেই বিজেপি রাজ্য সভাপতির বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন গেরুয়া কর্মীরা

পঞ্চায়েত আগেই বিজেপি রাজ্য সভাপতির বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন গেরুয়া কর্মীরা


উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে এদিন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দলের কর্মসূচিতে যোগ দিতে গিয়েছিলেন আর সেখানেই বিক্ষোভের মুখে পড়লেন সভাপতি। জানা গেছে যে, আলিপুরদুয়ারের জেলা ও মণ্ডল কর্মকর্তাদের সঙ্গে বৈঠক ছিল দিলীপবাবুর।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

বৈঠক শেষ হলে তিনি কর্মীদের বিক্ষোভের মুখে পড়েন। বিক্ষোভের নেতৃত্বে ছিলেন ৬ বছরের জন্য বহিস্কৃত মন্ডল সভাপতি সুনীল মাহাতো। কেন তাঁকে বহিস্কার করা হলো সেই প্রতিবাদেই বিক্ষোভ চলে বলে জানা গেছে। পরে দিলীপবাবুর আশ্বাসে সেই বিক্ষোভ ওঠে যায় পরিস্থিতি শান্ত হয়। এই নিয়ে জেলা পর্যবেক্ষক মালতি রাভারায় বলেন, ”একটা ভুল বোঝাবুঝি হয়েছিল জেলা সভাপতির সঙ্গে মণ্ডল সভাপতির। আমি আলোচনায় বসে মিটিয়ে নেব।”প্রসঙ্গত,মণ্ডল সভাপতি সুনীল মাহাতোর স্ত্রী অমিতা মহাতো কয়েকদিন আগে কুমারগ্রাম থানায় বিজেপির জেলা কমিটির সদস্য-সহ মোট ৮ জনের বিরুদ্ধে হুমকি ও শ্লীলতাহানির লিখিত অভিযোগ করেন। তখন একে মিথ্যা বলে উড়িয়ে দেয় বিজেপি এবং পরে সুনীলবাবুকে ৬ বছরের জন্য বহিস্কার করা হয় দলের তরফ থেকে। অবশ্য জেলা কমিটি এই সিদ্ধান্ত নেয় তাই এই বিষয়ে বিজেপি সভাপতির হস্তক্ষেপ দাবি করে বিক্ষোভ দেখানো হয় বলে জানা গেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!