এখন পড়ছেন
হোম > জাতীয় > বিহারের পর টার্গেট বাংলা? কেন্দ্রীয় নেতার কথায় বাড়লো জল্পনা !

বিহারের পর টার্গেট বাংলা? কেন্দ্রীয় নেতার কথায় বাড়লো জল্পনা !


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিহারের নির্বাচনে এগিয়ে রয়েছে এনডিএ জোট। আর এবারের নির্বাচনে এনডিএ জোটে সাফল্যের নিরিখে প্রথম শরিক হতে চলেছে বিজেপি। বিহারের ভোটের এই ফলাফলে যথেষ্ট আনন্দিত বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়। তাঁকে সাংবাদিকেরা পশ্চিমবঙ্গের আগামী ২০২১ এর বিধানসভা নির্বাচন সম্পর্কে জিজ্ঞাসা করলে, তার উত্তরে তিনি জানালেন যে, বাংলাতে আরও ভালো ফল করবে বিজেপি।

বিহারে এখনো পর্যন্ত প্রাথমিক ফলাফলের নিরিখে ৭৩ টি আসনে বিজেপি এগিয়ে রয়েছে বিজেপি। বিজেপি পেছনে ফেলে দিয়েছে নীতীশ কুমারের জেডিইউকে। আজ সকাল আটটা থেকে ভোট গণনা শুরু হয়েছে বিহারে। প্রথম দিকে এগিয়ে ছিল মহাজোট। তবে সাড়ে দশটার পর থেকে এগিয়ে যেতে শুরু করে এনডিএ। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, পুরো ভোটের ফলাফল প্রকাশিত হতে আজ মাঝরাত পর্যন্ত সময় লেগে যেতে পারে। কারণ, করোনা সংক্রমনের কারণে ধীরগতিতে চলছে ভোট গণনার কাজ। এদিকে দুপুরের সময় পর্যন্ত বিহারের ৩০ টি আসনে রয়েছে হাড্ডাহাড্ডি লড়াই। এগুলোতে ১০০০ এরও কম ব্যবধান রয়েছে।

বিহারের ভোটের ফলাফলের নিরিখে পশ্চিমবঙ্গের আগামী বিধানসভা নির্বাচনের ফলাফল সম্পর্কে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন কেন্দ্রীয় বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়কে। তার উত্তরে কৈলাস বিজয়বর্গীয় জানালেন যে, বিহারের চেয়ে পশ্চিমবঙ্গে অনেক ভালো ফল হবে বিজেপির। অনেক বেশি ব্যবধানে জয়ী হতে পারবে বিজেপি। তিনি জানালেন যে, বিজেপি নেতারা যখন মানুষের কাছে যাচ্ছেন, তখন মানুষের বিরক্তির কথা বুঝতে পারছেন তাঁরা। অন্যদিকে সাধারণ মানুষেরা স্নেহ দিয়ে, ভালোবাসা দিয়ে কাছে টেনে নিচ্ছেন বিজেপি নেতাদের। একারণেই তিনি মনে করেন যে, বড় ব্যবধানে জয় পেতে চলেছে বিজেপি এই রাজ্যে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে কিছুদিন আগেই বঙ্গ সফর করে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সফরে এসে পশ্চিমবঙ্গের নেতাদের তিনি ২০০ টি আসনের লক্ষ্যমাত্রা স্থির করে দিয়েছেন। এরপর দিল্লিতে তলব করা হয়েছিল মুকুল রায়, দিলীপ ঘোষ প্রমুখদের। বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় জানালেন যে, দেশজুড়ে এখনো প্রধানমন্ত্রীনরেন্দ্র মোদির ম্যাজিক অব্যাহত রয়েছে। এর ফলে শুধু বিহার নয়, বিহার ছাড়াও বিভিন্ন রাজ্যের উপনির্বাচনে অধিকাংশ আসনে জয়ী হতে চলেছে বিজেপি। যা দেশজুড়ে প্রধান মন্ত্রীর ম্যাজিক বলেই মন্তব্য করলেন কৈলাস বিজয়বর্গীয়।

কৈলাস বিজয়বর্গীয় আরো জানালেন যে, দেশজুড়ে উপনির্বাচনে বিজেপি স্ট্রাইকরেট যথেষ্ট ভাল রয়েছে। গুজরাট, মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ, কর্নাটকের ৫৬ টি আসনের উপনির্বাচনে এখনো অধিকাংশ আসনে এগিয়ে আছে বিজেপি। সর্বশেষ তথ্য অনুযায়ী গুজরাটের আটটি আসনের মধ্যে সবগুলোতেই এগিয়ে বিজেপি। মধ্যপ্রদেশে ১৮ টি আসনে বিজেপি এগিয়ে, কংগ্রেস ৯ টি আসনে। কর্নাটকের দুটি আসনের মধ্যে দুটিতেই এগিয়ে বিজেপি। উত্তরপ্রদেশের ৭ টির মধ্যে ৬ টি আসনে এগিয়ে বিজেপি।

অন্যদিকে তৃণমূল সাংসদ সৌগত রায় জানিয়েছিলেন যে, বিহারে যদি এনডিএ ধাক্কা খায়, তবে প্রতিবেশী রাজ্য পশ্চিমবঙ্গে তার প্রভাব পড়বে। বিহারে এনডিএ পরাস্ত হলে প্রধানমন্ত্রীর ভাবমূর্তিও ধাক্কা খাবে বলে মন্তব্য করেছিলেন তিনি। কৈলাস বিজয়বর্গীয়র বাংলায় বিজেপির ভালো ফল করার মন্তব্যকে কেন্দ্র করে জল্পনা ছড়ালো রাজ্যের রাজনীতিতে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!