এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “একটিও মনোনয়ন জমা করতে পারিনি” সন্ত্রাসের কারণে আফসোসের সুর সুকান্তর !‌

“একটিও মনোনয়ন জমা করতে পারিনি” সন্ত্রাসের কারণে আফসোসের সুর সুকান্তর !‌


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- পঞ্চায়েতে মনোনয়ন পর্বকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় বিরোধীদের ওপর হামলা হচ্ছে বলে অভিযোগ। আর এই পরিস্থিতিতে সেই হামলাকে প্রতিরোধ করে অনেক জায়গাতে বিরোধীরা মনোনয়নপত্র জমা দিয়েছে। তবে চোপরাতে বিজেপির পক্ষ থেকে একটিও মনোনয়ন পত্র জমা দেওয়া সম্ভব হয়নি বলে জানিয়ে দিলেন রাজ্য বিজেপির সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার। যেখানে সন্ত্রাসকে দায়ী করলেন তিনি।

প্রসঙ্গত, এদিন সাংবাদিকদের মুখোমুখি হন বিজেপি রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার। যেখানে চোপড়ার ঘটনা নিয়ে উস্মা প্রকাশ করেন তিনি। এদিন এই প্রসঙ্গে বালুরঘাটের বিজেপি সাংসদ বলেন, “আমরা চোপরাতে একটিও আসনে মনোনয়নপত্র জমা দিতে পারিনি। কারণ সেখানে প্রবল সন্ত্রাস হয়েছে। যার কারণে আমাদের পক্ষ থেকে একটি আসনেও মনোনয়নপত্র জমা করা সম্ভব হয়নি। আমরা নির্বাচন কমিশনকে বলেছিলাম, এসডিও অফিসে জমা করানোর ব্যবস্থা করুন। কিন্তু নির্বাচন কমিশন তা শোনেনি।”

একাংশের মতে, এমনিতেই গোটা রাজ্য জুড়ে সন্ত্রাসের পরিবেশ তৈরি হয়েছে বলে অভিযোগ বিরোধীদের। আর তার মাঝে চোপড়ার পরিস্থিতি যে অত্যন্ত সংকটাপন্ন, তা স্পষ্ট করলেন বিজেপির রাজ্য সভাপতি। বুঝিয়ে দিলেন, সেখানে বিরোধীদের প্রতিমুহূর্তে বাধা দিয়েছে তৃণমূলের দুষ্কৃতীরা। আর সেই কারণে বিজেপির পক্ষ থেকে কার্যত সেই চোপরাতে একটি আসনেও মনোনয়ন পত্র জমা করা সম্ভব হয়নি বলেই দাবি বিজেপির রাজ্য সভাপতির।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!