এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > “নির্বাচনের দিনেও চলবে সন্ত্রাস” সকলের সুরক্ষায় বড় দাবি সুকান্তর !

“নির্বাচনের দিনেও চলবে সন্ত্রাস” সকলের সুরক্ষায় বড় দাবি সুকান্তর !


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন পর্বকে কেন্দ্র করে চরম উত্তপ্ত হয়েছে রাজ্য। বিভিন্ন জায়গায় বিরোধীদের ওপর হামলা করা হয়েছে। মারা গিয়েছেন বেশ কিছু মানুষ। আর এই পরিস্থিতিতে নির্বাচন এলে কি হবে, তা নিয়ে আশঙ্কা রয়েছে সকলের মধ্যে। স্বভাবতই গোটা বিষয়ে আশঙ্কা প্রকাশ করে সকলের সুরক্ষার কথা ভেবে কেন্দ্রীয় বাহিনীর দাবি জানালেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার।

প্রসঙ্গত, এদিন নির্বাচনে সন্ত্রাস নিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বালুরঘাটের বিজেপি সাংসদ বলেন, “দেখুন আমাদের মনে হয়, নির্বাচনেও এরকম সন্ত্রাস হবে। প্রচুর মানুষের প্রাণহানি হতে পারে, জীবনহানি হতে পারে। এমনকি অঙ্গহানি পর্যন্ত হতে পারে। শুধু ভোট কর্মী নয়, প্রত্যেকটি রাজনৈতিক দল, সেটা বিজেপি নাও হতে পারে। প্রত্যেকটি বিরোধী রাজনৈতিক দলের কর্মীদের ওপর হামলা হতে পারে। তাই আমরা সকলের কথা ভেবে কেন্দ্রীয় বাহিনীর দাবি করছি। কারণ কেন্দ্রীয় বাহিনী ছাড়া কোনোভাবেই সুষ্ঠ নির্বাচন সম্ভব নয়।”

একাংশ বলছেন, মনোনয়নে যেভাবে অশান্তির ঘটনা লক্ষ্য করা গিয়েছে, তাতে ভোট আসার আগে সেই অশান্তি যে আরও বাড়বে, তা বলাই যায়। তাই সেক্ষেত্রে বড়সড় আশঙ্কা প্রকাশ করলেন বিজেপির রাজ্য সভাপতি‌। বুঝিয়ে দিলেন, অশান্তির ঘটনা আটকাতে প্রয়োজন কেন্দ্রীয় বাহিনী। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!